ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল

Publish : 08:05 AM, 13 January 2025.
সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল

সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা বহাল

স্পোর্টস ডেস্ক :

বোলিংয়ে নিষিদ্ধই থাকছেন সাকিব আল হাসান। ইংল্যান্ডের পর ভারতের ল্যাবে পরীক্ষায় ফেল করায় পূর্বের নিষেধাজ্ঞা বহাল থাকছে। ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে স্যার রামাচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্স ল্যাবে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব। গতকাল পরীক্ষার ফল বিসিবি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে। 

যদিও সমকাল বাঁহাতি এ অলরাউন্ডারের ফেল করার খবর আগেই প্রকাশ করেছে। বিসিবি বিজ্ঞপ্তিতে জানায়, বোলিংয়ের ওপর নিষেধাজ্ঞা থাকলেও ব্যাটার হিসেবে সব ধরনের ক্রিকেট খেলতে পারবেন সাকিব। তবে দেশের লিগে আগের মতোই ব্যাটিং- বোলিং করতে পারবেন।

বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত হলে অলরাউন্ডার হিসেবে খেলতে পারবেন। নিজের অ্যাকশন ত্রুটিমুক্ত প্রমাণ করতে আইসিসির স্বীকৃত ল্যাবে যে কোনো সময় পরীক্ষা দিয়ে যেতে পারবেন দেশসেরা অলরাউন্ডার। ২০২৪ সালের সেপ্টেম্বরে ইংলিশ কাউন্টির দল সারের হয়ে ৯ থেকে ১২ সেপ্টেম্বর একটি চার দিনের ম্যাচ খেলেন সাকিব। টনটনে সামারসেটের বিপক্ষে লম্বা বোলিং করে ৯ উইকেট শিকার করেন তিনি। বেশি ওভার বল করায় আঙুল ফুলে গেলে জোরে ডেলিভারি দেওয়ার সময় বাহু ১৫ ডিগ্রির বেশি সম্প্রসারণ হয়েছে সন্দেহে রিপোর্ট করেন ফিল্ড আম্পায়ার।

নভেম্বর মাসে ইংল্যান্ডের লাভবরো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে নেতিবাচক ফল আসে। ইংলিশ কাউন্টিতে কারও বোলিং নিষিদ্ধ হলে আইসিসির আইন অনুযায়ী আন্তর্জাতিক ও অন্যান্য বিদেশি লিগেও নিষিদ্ধ হয়। ইংল্যান্ডের ল্যাবের পরীক্ষার ফল পছন্দ না হওয়ায় তাড়াহুড়া করে ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে পরীক্ষা দিলে হিতে বিপরীত হয়। বিসিবি সূত্রে জানা গেছে, তৃতীয়বার পরীক্ষা দেওয়ার আগে ভালোভাবে প্রস্তুত হতে চেষ্টা করছেন সাকিব।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয়: জাতিসংঘ শিরোনাম সালমান এফ রহমানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ শিরোনাম কখন কারামুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর? শিরোনাম বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার শিরোনাম ২০২৪ সালে পবিত্র হজ ও ওমরা করেছেন ১ কোটি ৮৫ লাখ মানুষ শিরোনাম অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করল সরকার