মামলায় আটকা প্রথম বিভাগ হকি
পরিবর্তিত পরিস্থিতির পর অ্যাডহক কমিটি আয়োজন করেছে বিজয় দিবস হকি। নতুন বছরে নতুন পরিকল্পনাও হাতে নিয়েছে তারা। এই বছর প্রথম, দ্বিতীয় ও প্রিমিয়ার লিগের সঙ্গে আরও কয়েকটি প্রতিযোগিতা আয়োজনের চিন্তা করছেন বাংলাদেশ হকি ফেডারেশনের কর্তারা।
তারই ধারাবাহিকতায় আপাতত প্রথম বিভাগ হকি আয়োজনের উদ্যোগ নিয়েছে ফেডারেশন। কিন্তু মামলার জটিলতার কারণে এই লিগের আনুষ্ঠানিকতা শুরু করতে পারছেন না কর্তারা।
গত বছর অনুষ্ঠিত হকির নির্বাচন নিয়ে কাউন্সিলরশিপ জটিলতায় আদালতে গিয়েছে দুটি ক্লাব ঢাকা ইউনাইটেড ও কম্বাইন্ড স্পোর্টিং ক্লাব। মূলত মালিকানা দাবি করে আদালতে যান সাজেদ এ আদেল। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা ইউনাইটেড ও কম্বাইন্ড ক্লাবের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই ছয় মাস হকি-সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না ক্লাব দুটি। চাইলে এই দুই ক্লাব ছাড়াই প্রথম বিভাগ হকির কর্মকাণ্ড শুরু করতে পারে ফেডারেশন।
কিন্তু সেটা করতে গিয়ে নতুন ঝামেলায় পড়তে চায় না হকি ফেডারেশন। তাই ঢাকা ইউনাইটেড ও কম্বাইন্ড ক্লাবকে নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। সে জন্য দুটি ক্লাবের মালিকানা ইস্যুর সমাধানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের কাছে চিঠি দিয়েছে হকি ফেডারেশন।
গতকাল সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.), ‘আমরা সবাইকে নিয়েই লিগ আয়োজন করতে চাই। ছয় মাসের স্থগিতাদেশ থাকলেও যদি মালিকানা-সংক্রান্ত জটিলতা কেটে যায়, তাহলে অবশ্যই খেলা দ্রুত শুরু করা যাবে।’
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com