ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

কেমন হলো পিএসএলের ৬ দল

Publish : 11:15 AM, 14 January 2025.
কেমন হলো পিএসএলের ৬ দল

কেমন হলো পিএসএলের ৬ দল

ক্রীড়া ডেস্ক :

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ম আসর শুরু হবে আগামী ১০ এপ্রিল। এর মধ্যে শেষ হয়েছে ক্রিকেটার কেনা। 

গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। সেখান থেকে ৬টি ফ্র্যাঞ্চাইজি পছন্দের ক্রিকেটারদের নিজ নিজ দলে ভিড়িয়েছে।

বাংলাদেশ থেকে পিএসএলের আসন্ন আসরে দল পেয়েছেন তিনজন। তারা হলেন- লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। তিনজনই প্রথমবারের মতো পিএসএল খেলতে যাবেন।

অবাক করেছে ড্রাফটে নাম দিয়েও মোস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানের দল না পাওয়া। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় দুই তারকাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কেউ।

বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত পেসার নাহিদ রানাকে দলে ভিড়িয়েছে পেশওয়ার জালমি। পিএসএলে রানার অধিনায়ক থাকবেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম। ডানহাতি পেসারের দলে আরও আছেন পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে দারুণ ফর্মে থাকা সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস।

লিটন দাস খেলবেন করাচি কিংসে। ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম মিলনের সঙ্গে গড়বেন ডানহাতি টাইগার ব্যাটার। লিটনের অধিনায়ক থাকবেন শান মাসুদ।

শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্সে খেলবেন রিশাদ হোসেন। এ দলে আরও আছেন ফখর জামান, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল ও কুশল পেরেরার মতো তারকা।

এক নজরে পিএসএলের ৬ দলের স্কোয়াড:

লাহোর কালান্দার্স

শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), ফখর জামান, হারিস রউফ, আবদুল্লাহ শফিক, জামান খান, জাহানদাদ খান, সিকান্দার রাজা, ডেভিড উইজ, ড্যারিল মিচেল, কুশল পেরেরা (উইকেটরক্ষক), আসিফ আফ্রিদি, আসিফ আলি, রিশাদ হোসেন, মুহাম্মদ আখলাক (উইকেটরক্ষক), মমিন কামার, মোহাম্মদ আজাব, টম কারেন, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সালমান মির্জা, মুহাম্মদ নাঈম।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স

ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, আবরার আহমেদ, মোহাম্মদ আমির, রাইলি রুশো (অধিনায়ক), মোহাম্মদ জিসান, দানিশ আজিজ, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), শন অ্যাবট, আকিল হোসেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, খাজা নাফে, উসমান তারিক, হাসিবুল্লাহ খান (উইকেটকরক্ষক), খুররাম শেহজাদ, কাইল জেমিসন, হাসান নওয়াজ।

মুলতান সুলতানস

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক ও উইকেটরক্ষক), উসামা মির, মাইকেল ব্রেসওয়েল, ডেভিড উইলি, ইফতিখার আহমেদ, উসমান খান, আমের আজমাত, জনসন চার্লস (উইকেটররক্ষক), ইয়াসির খান, শহিদ আজিজ, উবাইদ শাহ, তৈয়ব তাহির, জশ লিটল, গুদাকেশ মোতি, আকিফ জাভেদ, ফয়সাল আকরাম, মোহাম্মদ হাসনাইন, ক্রিস জর্ডান, কামরান গুলাম।

পেশওয়ার জালমি

বাবর আজম (অধিনায়ক), সাইম আইয়ুব, টম কহলার ক্যাডমোর, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), করবিন বশ, মোহাম্মদ আলী, নাহিদ রানা, আহমেদ ড্যানিয়েল, আলজারি জোসেফ, হুসেইন তালাত, আব্দুল সামাদ, মেহরান মুমতাজ, আসিফ ইয়াকুব, সুফিয়ান মুকিম, নাজিবুল্লাহ জাদরান, আলি রাজা, ম্যাক্স ব্রায়ান্ট, মাজ সাদাকাত।

করাচি কিংস

ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিলনে, লিটন দাস, আব্বাস আফ্রিদি, জেমস ভিন্স, কেইন উইলিয়ামসন, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবী, ওমর বিন ইউসুফ, মির্জা মামুন ইমতিয়াজ, রিয়াজউল্লাহ, ফাওয়াদ আলী, শান মাসুদ (অধিনায়ক), আমের জামাল, ইরফান খান নিয়াজি, টিম সেইফার্ট (উইকেটরক্ষক), জাহিদ মাহমুদ, আরাফাত মিনহাস, মির হামজা।

ইসলামাবাদ ইউনাইটেড

শাদাব খান (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, নাসিম শাহ, সালমান আলী আগা, আজম খান (উইকেটরক্ষক), হায়দার আলি, রুম্মান রইস, কলিন মুনরো, ম্যাথিউ শর্ট, জেসন হোল্ডার, বেন দারশুইস, সালমান ইরশাদ, মোহাম্মদ নওয়াজ, আন্দ্রিস গাউস, সাদ মাসুদ, হুনাইন শাহ, রিলি মেরেডিথ, রাসি ফন ডার ডুসেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ‘একেবারেই সহজ ছিলো না তবে আমরা এখন বিবাহিত’ শিরোনাম লেস্টার ছেড়ে নতুন গন্তব্যে বাংলাদেশের হামজা শিরোনাম জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার শিরোনাম ১২ কেজি এলপিজির দাম বাড়লো শিরোনাম নির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয়: জাতিসংঘ শিরোনাম সালমান এফ রহমানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ