ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

মেয়েদের নিয়ে পুরোনো খেলা বাফুফের

Publish : 01:10 AM, 13 January 2025.
মেয়েদের নিয়ে পুরোনো খেলা বাফুফের

মেয়েদের নিয়ে পুরোনো খেলা বাফুফের

স্পোর্টস ডেস্ক :

খেলা নেই বলে গ্রামের বাড়িতে সর্ষে ক্ষেতে দাঁড়িয়ে রঙিন শাড়ি পরে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করছেন সানজিদা আক্তার-মাসুরা পারভীনরা। কেউ আবার পরিবার নিয়ে গল্প-আড্ডার দৃশ্যগুলো ফ্রেমবন্দি করছেন। গত বছরের অক্টোবরে নেপালে নারী সাফ শিরোপা জেতার পর বাংলাদেশের মেয়েদের সময় কাটছে এখন এভাবেই। 

প্রীতি ম্যাচ খেলার আশ্বাস ও বড় দলের নাম শুনিয়ে বাফুফে যেন সাবিনা খাতুনদের নিয়ে হঠকারিতা করছে। ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডোতে খেলার প্রতিশ্রুতি দিয়েও দল না পাওয়ার অজুহাতে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এখন তাকিয়ে মার্চ উইন্ডোর দিকে, ‘এই উইন্ডোতে খেলা হচ্ছে না। কারণ, আমরা এখনও কোনো দলের নিশ্চয়তা পাইনি। ধরে নিচ্ছি, ফেব্রুয়ারি উইন্ডো হবে না। সে জন্য আমরা মার্চকে টার্গেট করে এগোচ্ছি। সেটার প্রস্তুতির জন্য আমরা ক্যাম্প ডেকেছি। ১৫ জানুয়ারি থেকে সিনিয়র দল ক্যাম্পে যোগ দেবে। এরই মধ্যে আমি মেসেজ দিয়ে দিয়েছি তাদের।’ 

কিরণের এই মন্তব্যে ফিরে আসছে ২০২২ সালের স্মৃতি। সে বছর সাফ জেতার পর মেয়েদের নিয়ে অনেক স্বপ্ন দেখিয়েও বাস্তবে ম্যাচ খেলাতে পারেনি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। মেয়েদের নিয়ে এবারও পুরোনো খেলায় মেতেছে বাফুফে।

সাফ চ্যাম্পিয়নশিপের পর বাংলাদেশের বড় দুই প্রতিদ্বন্দ্বী ভারত ও নেপাল তাদের ম্যাচের সূচিও প্রকাশ করে। ভারত এরই মধ্যে মালদ্বীপের সঙ্গে ম্যাচ খেলেছে। আর ফেব্রুয়ারি উইন্ডোতে কিরগিজস্তান, লেবানন ও মিয়ানমারকে নিয়ে চার জাতি টুর্নামেন্ট আয়োজন করছে স্বাগতিক নেপাল। প্রতিবেশী দেশগুলো প্রীতি ম্যাচ খেলার দল পায়, বাংলাদেশ কেন পায় না? 

বাফুফে নারী ফুটবল কমিটির চেয়ারম্যান কিরণের হাস্যকর যুক্তি, ‘আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ম্যাচ খেলার জন্য প্রস্তাব দিয়েছি। এর বাইরে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়াকে প্রস্তাব দিয়েছি। এখন যারা রেসপন্স করে, তাদের সঙ্গে খেলব। সত্যি বলতে কী, আমরা সাউথ এশিয়ান টিমের সঙ্গে খেলতে চাই না। কারণ সাউথ এশিয়ান দলগুলোর সঙ্গে খেলে চ্যাম্পিয়ন হয়েই আসছি। তাই এই অঞ্চলের দেশগুলোর বাইরে অন্য দেশের সঙ্গে খেলতে চাই। সবারই তো শিডিউল আছে। সবকিছু মিলিয়ে আমরা চাইলেই তো দলগুলোকে পাব না। এটাই তো সমস্যা।’

মধ্য জানুয়ারিতে ক্যাম্প শুরু হলেও কোচ পিটার বাটলার যোগ দেবেন ফেব্রুয়ারিতে। আন্তর্জাতিক খেলা নেই বলে নারী দলের বেশ কয়েকজন বিদেশি লিগে খেলার চেষ্টা করছেন। গত বছর বাইরের লিগে খেলার সুযোগ পেলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলার কথা বলে সে সময় সাবিনাদের অনুমিত দেয়নি বাফুফে। এবারও আন্তর্জাতিক ব্যস্ততা ও ঘরোয়া প্রতিযোগিতার দোহাই দিয়ে মেয়েদের বিদেশি লিগে খেলতে না দেওয়ার ইঙ্গিত কিরণের, ‘১৫ তারিখে মেয়েদের ক্যাম্পে ডাকছি। এই সময়ে আমার মনে হয়, কোনো ক্লাবে তাদের ছাড়তে পারব।’ তাহলে এবারও যদি ফ্র্যাঞ্চাইজি লিগ না হয়, তখন কী হবে? কিরণ অবশ্য জোর গলায় বলেছেন এবার সবকিছুই হবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম নির্বাচন কখন হবে, তা সরকার ও রাজনৈতিক দলের বিষয়: জাতিসংঘ শিরোনাম সালমান এফ রহমানের ৬ হাজার ৮০০ কোটি টাকার শেয়ার জব্দ শিরোনাম কখন কারামুক্ত হবেন লুৎফুজ্জামান বাবর? শিরোনাম বিনিয়োগ সংস্থাগুলোকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার শিরোনাম ২০২৪ সালে পবিত্র হজ ও ওমরা করেছেন ১ কোটি ৮৫ লাখ মানুষ শিরোনাম অবৈধ বিদেশিদের আবারও সতর্ক করল সরকার