ঢাকা, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫
Banglar Alo

খুলনা মহানগর বিএনপির সম্মেলন ১৫ ফেব্রুয়ারির মধ্যে

Publish : 08:53 AM, 11 January 2025.
খুলনা মহানগর বিএনপির সম্মেলন ১৫ ফেব্রুয়ারির মধ্যে

খুলনা মহানগর বিএনপির সম্মেলন ১৫ ফেব্রুয়ারির মধ্যে

রাজনৈতিক প্রতিবেদক :

খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। পাঁচটি থানা কমিটির ৫০৫ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হবে নতুন নেতৃত্ব। গত বুধবার রাতে নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। সভা পরিচালনা করেন সদস্য সচিব শফিকুল আলম তুহিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু। 

সভায় জানানো হয়, সম্প্রতি নগরীর ৩১টি ওয়ার্ড, ৩টি ইউনিয়ন ও ৫টি থানায় সম্মেলন সম্পন্ন হয়েছে। কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। পরে ওয়ার্ড ও ইউনিয়নগুলোর প্রতিটিতে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এখন আগামী ২৫ জানুয়ারির মধ্যে ৫টি থানার প্রতিটিতে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এ ছাড়া এক নেতার এক পদ নীতি বাস্তবায়নেরও সিদ্ধান্ত হয়।

বিএনপি নেতাকর্মী জানান, মহানগরের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৯ সালের ২৩ নভেম্বর। সর্বশেষ ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়। এরপর ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন পায় ২০২২ সালের ১ মার্চ। 

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, নগরীর পাঁচটি থানা কমিটির ৫০৫ জন কাউন্সিলরের ভোটে মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হবে। পূর্ণাঙ্গ কমিটি হবে ১৫১ সদস্যের। সম্মেলনের তারিখ ও ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। এ ছাড়া মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে অতিথি হিসেবে থাকবেন। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ১৫ বছর পর পেনশনসহ অবসরের অনুমতি দেওয়ার প্রস্তাব শিরোনাম বাংলাদেশ ব্যাংকে গোপন ৩০০ লকারে অভিযান চালাবে দুদক শিরোনাম প্রধান উপদেষ্টার কাছে দুই সংস্কার কমিশনের প্রতিবেদন জমা শিরোনাম সেন্ট্রাল নয়, স্বতন্ত্র হওয়ার পক্ষে তিতুমীরের শিক্ষার্থীরা শিরোনাম ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসার ঘোষণা দিলেন হাসনাত শিরোনাম শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ফাঁসির ৯ আসামিসহ সবাই খালাস