জাকসুর গঠনতন্ত্র সংস্কারসহ ৩ দাবিতে ছাত্রদলের অবস্থান
জাকসুর গঠনতন্ত্র সংস্কার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সব পদ থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণসহ তিন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।
শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়েছিলেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অন্য দাবিটি হলো, জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের হামলায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচির ব্যাপারে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, জাকসুর গঠনতন্ত্র সংস্কার, শিক্ষার্থীদের ওপর হামলায় শিক্ষক, শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা জড়িত, তাদের বিচার দাবিতে আমরা একটি স্মারকলিপি দিয়েছিলাম। সেই দাবির অগ্রগতি জানতে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com