কোহলিকে ধুয়ে দিলেন গাভাস্কার
অস্ট্রেলিয়ার সফরে এগিয়ে থেকেও ৫ ম্যাচের টেস্ট সিরিজে ৩-১ ব্যবধানে হেরেছে ভারত। প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এরপর আর খুঁজেই পাওয়া গেল না তাকে। সিরিজে তার দ্বিতীয় সর্বোচ্চ ছিল ৩৬ রান। অফফর্মে থাকার পাশাপাশি অস্ট্রেলিয়ান তরুণ ওপেনার স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে বিতর্কে জড়ান কোহলি। তার এমন আচরণে হতাশ ও বিরক্ত ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার।
পরশু প্রকাশ হওয়া ভারতীয় একটি সংবাদমাধ্যমের কলামে তিনি লিখেছেন, ‘কোহলি কাঁধ দিয়ে ধাক্কা মেরে যেটা করেছিল, সেটা ক্রিকেট নয়। উসকানি দেওয়া হলে বা উত্তেজিত করা হলে ভারতীয় ক্রিকেটাররা সাধারণত চুপ থাকে না। কিন্তু ওই ঘটনায় কোনো উসকানি ছিল না। মাঠে ভালো সময় কাটাতে হলে জটলার মধ্যে না থাকাই ভালো। প্রতিপক্ষ ক্রিকেটারদের অপদস্থ করার চেষ্টা আসলে তাদের চাপে রাখা নয়। কোহলির বোঝা উচিত, এই ধরনের ঘটনায় দর্শকদের প্রতিক্রিয়া ওর সতীর্থদের ওপরই চাপ তৈরি করে।’
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com