গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ
গাজীপুর মহানগরীর জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড নামক একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা রোববার বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়কে বিক্ষোভ করেছেন। এ সময়ে ওই কারখানার শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেওয়ার জন্য অন্য কারখানার ফটকে গিয়ে বিক্ষোভ করেন। এতে আশপাশের বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে একদিনের জন্য ছুটি ঘোষণা করে।
কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, সরকার ঘোষিত ৯ ভাগ বাৎসিক বেতন বৃদ্ধিতে বলা আছে। তবে যাদের এক বছর পূর্ণ হয়নি তাদের বেতন বৃদ্ধি করা হবে না। কিন্তু জিরানী এলাকার আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা রোববার সকাল থেকে অন্যদের বেতন বৃদ্ধি করা হলে তাদেরও বাড়ানোর দাবি জানান। পরে তারা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। পরে শ্রমিকরা আশপাশের সব কারখানার সামনে বিক্ষোভ করে ১৫-১৬টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য করে।
আইরিশ ফ্যাশন লিমিটেড কারখানার কয়েকজন শ্রমিক নাম প্রকাশ করার শর্তে সমকালকে বলেন, আগে যারা চাকরি নিয়েছে, তারাও শ্রমিক। আমাদের যাদের ৭-৮ মাস হয়ে গেছে তারাও শ্রমিক। অন্যদের বেতন বৃদ্ধি করতে হলে আমাদেরও করতে হবে। নতুন শ্রমিক যাদের এক বছর পূর্ণ হয়নি তাদেরও বেতন বৃদ্ধি করতে হবে। বেতন বৃদ্ধি করা না হলে আন্দোলন চালিয়ে যাবো।
তবে আইরিশ ফ্যাশন লিমিটেড নামক পোশাক তৈরির কারখানার কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।
গাজীপুর শিল্পাঞ্চলের সহকারি পুলিশ সুপার আবু তালেব বলেন, বাৎসরিক বেতন বৃদ্ধির দাবিতে আইরিশের শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ শুরু করে। তাদের বিক্ষোভের কারণে আশপাশের কারখনায় ছুটি ঘোষণা করা হয়েছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com