কলকাতার বিমানবন্দরে আটকা পড়েছেন মালয়েশিয়া ফেরত ২২০ বাংলাদেশি
ভারতের কলকাতায় নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ জন বাংলাদেশি। তারা সবাই মালয়েশিয়া থেকে ঢাকা ফিরছিলেন।
গত রোববার রাতে কুয়ালালামপুর থেকে ঢাকা ফেরার পথে মালিন্দো এয়ারের (ফ্লাইট নম্বর ওডি-১৬২) একটি উড়োজাহাজ ঘন-কুয়াশার কারণে কলকাতায় জরুরি অবতরণ করে। ফ্লাইটটি রাত ৩টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল।
যাত্রীদের অভিযোগ, ১৬ ঘণ্টা পার হয়ে গেলেও কলকাতা থেকে বাংলাদেশে তাদের ফেরানোর বিষয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেলেও তাদের পানি পর্যন্ত দেওয়া হয়নি। এছাড়া কলকাতা থেকে তাদের ফেরত যাওয়ার সময় সম্পর্কে কোনো সঠিক তথ্য দেওয়া হয়নি।
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়, যাত্রীরা এখনো ট্রানজিট পয়েন্টেই আছেন। তাদেরকে পানিসহ জরুরি পরিষেবা দেওয়া হচ্ছে।
যাত্রীরা জানান, তাদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ রয়েছেন। উড়োজাহাজ সংস্থার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ভারতীয় আঞ্চলিক অফিস কিংবা কুয়ালালামপুরের সদরদপ্তরেও যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com