ঢাকা, ০৮ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

ভারতে আটক ৯০ জেলে দেশে ফিরলেন

Publish : 12:32 AM, 07 January 2025.
ভারতে আটক ৯০ জেলে দেশে ফিরলেন

ভারতে আটক ৯০ জেলে দেশে ফিরলেন

নিজস্ব প্রতিবেদক :

ভারতে আটক বাংলাদেশি ৯০ জেলে ও নৌকর্মী দেশে ফিরেছেন। রোববার (৫ জানুয়ারি) দুপুরে ভারত তাদের বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। সোমবার দুপুর নাগাদ বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা চট্টগ্রামে পৌঁছবেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার দুপুরে ভারতে আটক ৯০ বাংলাদেশি জেলে ও নৌকর্মী এবং বাংলাদেশে আটক ৯৫ ভারতীয় জেলে ও নৌকর্মীকে পরস্পরের কাছে হস্তান্তর করা হয়েছে। 

পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর প্রক্রিয়া হয়। একই সঙ্গে দুই দেশের জব্দ করা আটটি নৌযানও হস্তান্তর করা হয়। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ ও ‘এফভি মেঘনা-৫’ ফেরত আনা হয়েছে।

আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশি জেলে ও নৌকর্মীরা চট্টগ্রামের পথে রওনা হন। পরিবারের সদস্যরা সোমবার চট্টগ্রামে তাদের গ্রহণ করবেন।

পূর্বাঞ্চলীয় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব মেহবুব জানান, ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে আমরা ৯০ জনকে বুঝে পেয়েছি। তাদের সোমবার বিকেল ৩টায় পতেঙ্গা কোস্টগার্ড স্টেশনে আনা হবে। আইনি প্রক্রিয়া শেষে মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হবে।

সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, নৌকর্মীদের পরিবারের সদস্যদের আসতে বলা হয়েছে। নৌ পুলিশের আইনগত কাজ শেষে সবাইকে পরিবারের কাছে তুলে দেওয়া হবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কলকাতার বিমানবন্দরে আটকা পড়েছেন মালয়েশিয়া ফেরত ২২০ বাংলাদেশি শিরোনাম অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৮ বছর পর সুপার কাপ এসি মিলানের শিরোনাম খেলা নেই, গ্রামেই থাকছেন মেয়েরা শিরোনাম তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৩২ শিরোনাম ফল প্রকাশের ৭ কার্যদিবস পর সাময়িক সনদ পাবেন রাবি শিক্ষার্থীরা শিরোনাম যে কারণে গদি ছাড়তে হলো জাস্টিন ট্রুডোকে