খুলনার ৮ শীর্ষ সন্ত্রাসীকে ধরতে পুরস্কার ঘোষণা
খুলনা নগরীতে সাম্প্রতিক সময়ে বেড়েছে গোলাগুলি, অস্ত্র নিয়ে মহড়া, হত্যাসহ অপরাধমূলক কর্মকাণ্ড। এতে নেতৃত্ব দেয় ১২ জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের সহযোগীরা। এর মধ্যে শীর্ষ সন্ত্রাসী নূর আজিমসহ চারজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেনেড বাবুসহ বাকি আটজনকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)।
কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণার কথা জানান। নূর আজিম ও তার সহযোগী রিয়াজুল ইসলাম ওরফে দাদা মিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়ে এ প্রেস ব্রিফিং করা হয়।
এ সময় সাংবাদিকরা বলেন, রাজনৈতিক পট পরিবর্তনের পর খুলনায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। কয়েক দিন পরপর কুপিয়ে ও গুলি করে আহত করা, চাঁদাবাজি, মাদকের কারবার ও হত্যাকাণ্ড বেড়ে গেছে। সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্র ও মোটরসাইকেলের বহর নিয়ে মহড়া দিচ্ছে। কিন্তু পুলিশ কেন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে না?
জবাবে পুলিশ কমিশনার বলেন, তিনি কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সম্প্রতি সভা করে এসব অপরাধে নেতৃত্ব দেওয়া ১২ শীর্ষ সন্ত্রাসীকে চিহ্নিত করেন। তাদের পুলিশের যে টিম ধরতে পারবে, তাদের জন্য ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ওই ১২ জনের মধ্যে চারজনকে ইতোমধ্যে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুসহ আটজনকে ধরতে পারলে পুলিশের সেই টিমকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া পুলিশের বাইরে অন্য কেউ ধরিয়ে দিতে পারলে তাকেও পুরস্কার দেওয়া হবে। তবে অন্য সাতজনের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গত ১ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে পুরস্কার ঘোষিত শীর্ষ সন্ত্রাসী নূর আজিম ও তার সহযোগী রিয়াজুল ইসলামকে ঢাকা থেকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া ও পূর্ব বানিয়াখামার এলাকা থেকে একটি বিদেশি বন্দুক, একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
নূর আজিম নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকার শানু মহুরির ছেলে। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। রিয়াজুল নিরালা কাশেমনগর এলাকার বাবুল মাতুব্বরের ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ তিনটি মামলা আছে। এ ছাড়া অস্ত্র উদ্ধারের ঘটনায় দু’জনের বিরুদ্ধে খুলনা সদর থানায় দুটি মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com