ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ

Publish : 04:05 AM, 01 January 2025.
আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ

নিজস্ব প্রতিবেদক :

আওয়ামী লীগের ফিরে আসার চ্যাপ্টার ক্লোজ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বৈরশাসকরা পালিয়ে গেলে আর ফিরে আসে না। আওয়ামী লীগ আত্মস্বীকৃত খুনি একটি দল, খুনের হুঙ্কার তারা দিয়েই চলেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের, তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যালঘুর ধোঁয়া তুলে ফায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের ওপর দায় চাপিয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের সময় তিন তিনটা নির্বাচন হয়েছে; এদেশের আপামর জনতা ভোট দিতে পারিনি। ২০১৪ নির্বাচনে তারা ১৫৪টি আসন দখল করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়। ২০১৮ নির্বাচন করেছেন মিডনাইট ইলেকশন আর ২৪ সালের নির্বাচন হয়েছে আমি আর ডামি। একদিকে আওয়ামী লীগেরই ক্যান্ডিডেট অন্যদিকে আওয়ামী লীগেরই স্বতন্ত্র ক্যান্ডিডেট, কতটা হাস্যকর! তারা ডামি সরকার ছিল বলেই সামান্য ফুঁ তে উড়ে গেছে।

অন্তর্বর্তী সরকারকে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, কোনো জেলা যেন বৈষম্যের শিকার না হয়। ঠাকুরগাঁও জেলায় উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই, মেডিকেল কলেজ নেই। তাই আগামী একনেকে বড় কোনো প্রকল্প হাতে নিলে ঠাকুরগাঁও যেন বাদ না পরে। অন্তত একটি মেডিকেল কলেজ যেন তৈরির উদ্যোগ নেওয়া হয়।

এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম ও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানসহ জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন৷

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ক্ষমতায় গেলে ভারতের সাথে হওয়া অসম চুক্তি রিভিউ করবে বিএনপি শিরোনাম বিপিএলের টিকিট নিয়ে আবার বিশৃঙ্খলা, বুথে আগুন শিরোনাম চিন্ময় দাসের জামিন নামঞ্জুর শিরোনাম রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে আসছেন দীঘি শিরোনাম চিন্ময়ের জামিনের জন্য কলকাতায় ইসকনের বিশেষ প্রার্থনা শিরোনাম রাজধানীতে বেড়েছে শীতের অনুভূতি