কোটি টাকার গানে স্পর্শিয়া
সম্প্রতি নিজ ফেসবুকে একটি স্থিরচিত্র প্রকাশ করে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের নজর কাড়লেন অর্চিতা স্পর্শিয়া। ছবি থেকে অনেকটাই স্পষ্ট- এটি কোনো একটি নাচের দৃশ্য। আর ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘লোডিং…। ঢাকা ক্যাপিটালস।’ এর মাধ্যমে জানান দিলেন, আসন্ন বিপিএল-এ তার চোখ ধাঁধানো উপস্থিতির খবর।
স্পর্শিয়া বলেন, ‘শুটিং শেষ। আগামীকাল সোমবার প্রকাশ পাচ্ছে আমাদের দলের থিম সং। আমি মনে করি, এবারের আসরে সেরা থিম সং হতে যাচ্ছে এটি। আর দল হিসেবেও আমরা অর্জন করব শ্রেষ্ঠত্বের ট্রফি।’
অনেকেই জানেন, ঢাকা ক্যাপিটালস’র মাধ্যমে প্রথমবার বিপিএল আসরে যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। তার নেতৃত্বে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অর্চিতা স্পর্শিয়াসহ একঝাঁক তারকা। আর আগেই বলা হয়েছে, কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলের থিম সং। অবশেষে সেটি এখন মুক্তির দ্বারপ্রান্তে।
স্পর্শিয়া জানান, গানের ভিডিওটি বিএফডিসিতে সেট ফেলে নির্মাণ করেছেন রাকিব আহমেদ। আর তাতে স্পর্শিয়া ছাড়াও থাকছেন শাকিব খান, বিদ্যা সিনহা মিম, ইরফান সাজ্জাদ, পূজা চেরি, ইমনসহ শতাধিক সহশিল্পী। থাকছেন দলের খেলোয়াড়রাও। গানটি তৈরি করেছেন প্রীতম হাসান।
উল্লেখ্য, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর শুরু হবে আগামীকাল থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। মোট দলের সংখ্যা ৭টি। ৪৬ ম্যাচের এই টুর্নামেন্ট শেষ হবে আগামী বছর ৭ ফেব্রুয়ারি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com