আবুধাবিতে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে আমিরাত বিএনপির সাক্ষাৎ
আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে সংযুক্ত আরব আমিরাত বিএনপির নেতারা।
মঙ্গলবার আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সালাউদ্দিন আহমেদের নেতৃত্ব আমিরাত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় আমিরাতের ভিসার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অনুরোধসহ একাধিক বিষয়ে কথা বলেন তারা।
প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ জানান, জুলাইয়ের ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে আমিরাতে বিক্ষোভ করা আরও কিছু বাংলাদেশি এখনো আটক রয়েছেন। তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দূতাবাসে অনুরোধ করেন তারা।
এ ছাড়া দীর্ঘদিন ধরে চলমান আমিরাতের ভিসা জটিলতা নিরসন এবং অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দেশটির সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক আলোচনা জোরদারের আহ্বান জানানো হয়। পাশাপাশি দূতাবাস ও কনস্যুলেট সেবা প্রবাসীদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণের পরামর্শও দেন তারা।
এসময় আমিরাত বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন খতিব, জাহেদুল ইসলাম, আবুধাবি বিএনপির সাবেক সভাপতি আমানুল কিবরিয়া, আল আইন বিএনপির সভাপতি প্রকৌশলী মফিজুল ইসলাম, মনজুরুল আলম, প্রকৌশলী লুৎফুর রহমান সুমন, নূর মোহাম্মদ, আলিনুর, আবুল কালাম আজাদ, সংযুক্ত আরব আমিরাত যুব দলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা, জানে আলম, নিজাম উদ্দিন, মুনায়েম মুন্না, জিয়া উদ্দিন বাবলু, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ শাহাজান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com