ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

অর্থ পাচারের নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী

Publish : 11:25 AM, 29 December 2024.
অর্থ পাচারের নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী

অর্থ পাচারের নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী

নিজস্ব প্রতিবেদক :

সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

পতিত শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে দশটায় রংপুরের মিঠাপুকুরের আটপুনিয়া গ্রামে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ফায়ার ফাইটার শোয়ানুর জামান নয়নের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবারের’ পক্ষ থেকে খোঁজ খবর নেওয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুম্মন, সদস্য সচিব মাকসিদুল মোমেনিন মিঠুন, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

রুহুল কবির রিজভী বলেন, ‘সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা, মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইল ছিল পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে। অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। অর্থ পাচারের শুধুমাত্র একটা ঘটনা উঠে এসেছে। আরও কত ঘটনা আছে। এসব ঘটনাকে ধামাচাপা দিতেই সচিবালয়ের নয় তলায় আগুন দেওয়া হয়েছে। যেখানে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র ছিল’

রিজভী বলেন, ‘যারা আগুন নেভানোর জন্য নিজের জীবন বাজি রেখে ফাইট করেছে। তার একজন সোয়ানুর জামান নয়ন। যিনি এই যুদ্ধ করতে জীবন দিয়েছেন। সরকার পালিয়ে গেলেও রন্ধে রন্ধ্রে আছে তাদের দোসররা। বিশেষ করে আমলাতন্ত্র এখনও ফ্যাসিবাদের তোষামোদ করছে।’ 

রিজভী বলেন, এক মাসের মধ্যে নয়নের বোনকে চাকরি দিতে হবে সরকারকে। যদি না দেওয়া হয় তাহলে বিএনপি সাধ্যমত এই পরিবারের পাশে দাঁড়াবে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর ৩ দফা ঘোষণা শিরোনাম সোনার দাম আরও কমল শিরোনাম ২৮ দিনে রেমিট্যান্স এলো ২৯ হাজার ৭৭২ কোটি টাকা শিরোনাম জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সঙ্গে সরকারের সম্পৃক্ততা নেই শিরোনাম ব্রিটিশ রাজপরিবারের কাছ থেকে দুই রাষ্ট্রীয় সফরে রেকর্ড গড়ছেন ট্রাম্প শিরোনাম কোটি টাকার গানে স্পর্শিয়া