ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

সংস্কার নিয়ে যত সময় যাবে, সমস্যা বাড়বে: মির্জা ফখরুল

Publish : 10:23 AM, 28 December 2024.
সংস্কার নিয়ে যত সময় যাবে, সমস্যা বাড়বে: মির্জা ফখরুল

সংস্কার নিয়ে যত সময় যাবে, সমস্যা বাড়বে: মির্জা ফখরুল

রাজনৈতিক প্রতিবেদক :

ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যার বিচার, চলমান সংস্কার ও আগামী নির্বাচনের পথ খুঁজতে শুরু হয়েছে দু’দিনের জাতীয় সংলাপ। ২০টি রাজনৈতিক দল ও জোট, বিশিষ্টজন, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিচ্ছেন। প্রথম দিনে বিস্তৃত পরিসরে উঠে এসেছে নানা প্রসঙ্গ, সূক্ষ্ম বিতর্ক।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নিয়ে যত বেশি সময় যাবে, সমস্যাগুলো তত বাড়বে। আসল সমস্যা তো অন্য জায়গায়। সরকার এটা বাস্তবায়ন করবে কাদের দিয়ে?

গতকাল শুক্রবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের (এফবিএস) জাতীয় সংলাপের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন। ‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ শীর্ষক এ সংলাপে ‘ঐক্য কোন পথে’ অধিবেশনে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং নাগরিক সমাজের নেতৃস্থানীয়রা বক্তৃতা করেন।     

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়– এই অভিযোগ সঠিক নয়। সংস্কারে আন্তরিক বিএনপি। তবে দুর্ভাগ্য, এখন অনেকেই বলছেন, বিএনপি সংস্কার চায় না। দীর্ঘ ১৭ বছরে বিএনপির হাজারো নেতাকর্মী গুম, খুনের শিকার হয়েছে। তখন কেউ পাশে ছিলেন না। এখন অনেকেই আসছেন। বারবার বলছি, প্রয়োজনীয় সংস্কারের পর  নির্বাচন চাই। গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে হলে নির্বাচন প্রয়োজন। 

নির্বাচন-সংক্রান্ত সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে এবং রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমানের সঞ্চালনায় অধিবেশনে মির্জা ফখরুল বলেন, জনগণকে বাদ দিয়ে ওপর থেকে চাপিয়ে দিয়ে কিছু করা যাবে না। আমরা চাই, সবাইকে সঙ্গে নিয়ে কাজগুলো করব। প্রশাসন পুরোপুরিভাবে ফ্যাসিবাদের মধ্যে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘এতটুকু পরিবর্তন হয়নি।’

আমলাতন্ত্রের বর্তমান অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, একটা ফাইল নড়ে না। ছাত্রদের মধ্যে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থা কোথায় আটকে আছে, খুঁজে বের করে দেখবেন।  কাঠামো না থাকলে আমরা ওপর থেকে শুধু চাপিয়ে দিলে দ্রুত কিছু করতে পারব না। কাঠামো ঠিক করতে হবে। প্রতিষ্ঠানগুলো ঠিক করতে হবে। সেই প্রতিষ্ঠানগুলোকে গণতন্ত্র উপযোগী করে গড়ে তুলতে পারলেই সফল করতে পারব।

তিনি বলেন, একাত্তরকে যেন ভুলে না যাই। একাত্তরের পর থেকে গণতন্ত্রের জন্য ধারাবাহিক সংগ্রাম ও লড়াই, তা মনে রাখা দরকার। তার পরই জুলাই গণঅভ্যুত্থান। সেই লড়াইয়ে ছাত্রদের ত্যাগের মাধ্যমে এই জায়গায় উপস্থিত হয়েছি। এতটুকু নিশ্চয়তা দিতে পারি, বিএনপি  গণতন্ত্রের সংস্কারের পক্ষে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম কোনাবাড়ী এলাকায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে ৪ জন দগ্ধ শিরোনাম মহাখালীতে আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে শিরোনাম ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশির মৃত্যু শিরোনাম অর্থ পাচারের নথি নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রিজভী শিরোনাম প্রধান তিনটি কাজের কথা জানালেন আইন উপদেষ্টা শিরোনাম গণমাধ্যমের কেমন সংস্কার চাই-আহসান কামরুল