ঘন কুয়াশায় সৈয়দপুর বিমানবন্দরে নামতে পারেনি উড়োজাহাজ, আটকা শতাধিক যাত্রী
ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে নামতে পারেনি দুটি ফ্লাইট। রোববার সকাল সোয়া ৮টায় প্রথম ফ্লাইট সৈয়দপুরে অবতরণের কথা থাকলেও কোনো উড়োজাহাজ আসেনি। বিমানবন্দরে অপেক্ষায় আছেন শতাধিক যাত্রী। তবে কোনো ফ্লাইট বাতিল হয়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ায় ব্যাহত হচ্ছে উড়োজাহাজ চলাচল।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। বিমান চলাচলের জন্য কমপক্ষে ২০০০ মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) প্রয়োজন হয়। তবে এখানে এখন দৃষ্টিসীমা মাত্র ৫০ মিটার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হলে বিমান চলাচল স্বাভাবিক হবে।
সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ভোর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। সকাল সোয়া ৮টার দিকে দৃষ্টিসীমা কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশ বিমান ও এয়ার এস্ট্রার দুটি ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে আসেনি। তবে ধারণা করা যাচ্ছে বেলা ১২টার পর দৃষ্টিসীমা স্বাভাবিক হলে বিমান চলাচল করতে পারবে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com