বাকবিতণ্ডার জেরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার
নীলফামারীর ডোমারে খড়ের পালা দেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল রবিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক।
জানা যায়, শনিবার গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিক ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের উত্তর ডাঙ্গাপাড়ার রবিউল ইসলাম সাবুলের ছেলে।
র্যাব জানায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে আসামি আবু বক্কর সিদ্দিকের সঙ্গে তার বাবা রবিউলের খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে ঘর হতে ধারালো ছোরা এনে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে চিকিৎসার জন্য তার স্ত্রী ও প্রতিবেশীরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে রবিউলের স্ত্রী মোছা. মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা করেন।
এ বিষয়ে এএসপি ওমর ফারুক বলেন, র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র্যাব-১, সিপিএসসি, গাজীপুরের অভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কোনাবাড়ী থেকে ১৬ নভেম্বর রাতে আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করে। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com