ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
Banglar Alo

বাংলাদেশ-ভারত বৈঠক হতে যাচ্ছে ডিসেম্বরে

Publish : 02:14 AM, 21 November 2024.
বাংলাদেশ-ভারত বৈঠক হতে যাচ্ছে ডিসেম্বরে

বাংলাদেশ-ভারত বৈঠক হতে যাচ্ছে ডিসেম্বরে

নিজস্ব প্রতিবেদক :

৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা-দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতির মধ্যে ঢাকায় দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনায় বসছে এ দুই নিকট দেশ।

আগামী মাসে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। বৈঠকের নেতৃত্ব দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির ঢাকায় আসার কথা রয়েছে।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র এসব তথ্য জানিয়েছেন।

সূত্রে জানা যায়, ডিসেম্বরের মাঝামাঝিতে ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক (যৌথ পরামর্শক সভা) হওয়ার কথা। সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরে এটি অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে যোগ দিতে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির বাংলাদেশে আসার কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন।

আরেকটি সূত্র বলছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বরের মাঝামাঝিতে যে বৈঠকটি হতে যাচ্ছে, সেটি প্রায় নিশ্চিত। বৈঠক নিয়ে উভয়পক্ষ কাজ করছে। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় সম্পর্কের অস্বস্তি কাটাতে এ বৈঠক বেশ গুরত্বপূর্ণ।

কূটনৈতিক অঙ্গন সংশ্লিষ্টরা বলছেন, বিক্রম মিশ্রির ঢাকা সফরে দুই দেশের দ্বিপক্ষীয় বিষয়গুলো পর্যালোচনা, রাজনৈতিক বোঝাপড়া, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচার, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য, ভিসার জট খোলা, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বণ্টন, ভারত থেকে নিত্যপণ্য আমদানি এবং বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানির নানা বাধা সরানোসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ জোর দিতে পারে।

বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসার স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। শুধু জরুরি চিকিৎসা ভিসা এবং তৃতীয় দেশ সফরের জন্য ভিসা সেবা চালু রয়েছে। অবশ্য ভারতের পক্ষ থেকে জনবলের ঘাটতির কথা বলা হচ্ছে। জনবল বৃদ্ধির পর পুরোদমে ভিসা সেবা চালুর আশ্বাস দিয়েছে ভারত।

কূটনৈতিক সূত্রগুলো আরও বলছে, পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠকের পর ভারতীয় ভিসার জট খুলতে পারে।

গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। নিউইয়র্কের ওই আলোচনায় পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে কথা হয়।

প্রসঙ্গত, গত বছরের (২০২৩) নভেম্বরে দিল্লিতে পররাষ্ট্রসচিব পর্যায়ে বৈঠক হয়।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী— এমন কথা বলেননি ট্রাম্প শিরোনাম সংসদ নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত শিরোনাম সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন জেড আই খান পান্না শিরোনাম ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ, সারাদেশে রেল যোগাযোগ বন্ধ শিরোনাম শীতকালেও ঠোঁট থাকবে গোলাপের মতো সুন্দর শিরোনাম সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে, গাড়িতে হামলা