শ্রমিকদের বেতন পরিশোধে ৬০ কোটি টাকা ঋণ পাচ্ছে বেক্সিমকো
বেক্সিমকো লিমিটেড এর সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিকদের অক্টোবর’২৪ এর বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে অর্থঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, বেক্সিমকো লিমিটেড এর সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিকদের অক্টোবর’২৪ এর বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে অর্থঋণ অনুমোদন দেওয়া হবে।
তাতে আরও বলা হয়েছে, বেক্সিমকো লিমিটেড এর সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ নিরসনের লক্ষ্যে শ্রমিকদের অক্টোবর’২৪ এর বকেয়া বেতন পরিশোধের লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ কর্তৃক যৌথভাবে অর্থঋণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সাধারণ শ্রমিকদের সকল প্রকার আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অনতিবিলম্বে কাজে যোগদানের জন্য এবং আশুলিয়া-চন্দ্রা এলাকার সকল কারখানাকে স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com