ঢাকা, ২১ নভেম্বর, ২০২৪
Banglar Alo

ঢামেকে অ্যাপ্রোন পরা ভুয়া নারী চিকিৎসক আটক

Publish : 08:17 AM, 18 November 2024.
ঢামেকে অ্যাপ্রোন পরা ভুয়া নারী চিকিৎসক আটক

ঢামেকে অ্যাপ্রোন পরা ভুয়া নারী চিকিৎসক আটক

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবন থেকে পাপিয়া আক্তার স্বর্ণা (২৫) নামে এক নারীকে ভুয়া চিকিৎসক সন্দেহে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে রোগীর স্বজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। তিনি এক রোগীর স্বজনের কাছ থেকে উন্নত চিকিৎসা ও দ্রুত অপারেশন করিয়ে দেওয়ার কথা বলে ২৮ হাজার টাকা নেন। পরে নুরে আলম নামে আরেক রোগীর কাছ থেকে দুই হাজার নিতে গিয়ে আটক হন।

রোববার ঢামেক হাসপাতালের নাক কান ও গলা বিভাগের ৩০৩ নম্বর ওয়ার্ড থেকে স্বর্ণাকে আটক করা হয়। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) মিজানুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, রোববার আনসার টহল টিমের কাছে পুরাতন ভবনের তৃতীয় তলায় একজন মেডিকেল শিক্ষার্থী অভিযোগ করেন, তাঁর নামের সঙ্গে সংগতিপূর্ণ বহিরাগত আরেক নারী চিকিৎসক পরিচয়ে অ্যাপ্রোন পরে ঘোরাফেরা করছেন। পরে আনসার সদস্যরা ওই ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের ডেকে অভিযুক্ত ওই নারীকে দেখান। কিন্তু হাসপাতালের কোনো চিকিৎসক তাঁকে চেনেন না বলে জানান। পরে ওই নারীকে হাসপাতালের পরিচালক ও উপপরিচালকের কাছে নেওয়া হয়। তাদের পরামর্শে তাঁকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুকের কাছে সোপর্দ করা হয়।

স্বর্ণা নরসিংদীর মনোহরদী সদরের আরওয়াদিয়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে বকশিবাজার এলাকায় ভাড়া থাকেন। চিকিৎসকের অ্যাপ্রোন কেন পরেছেন এবং কোথায় পেয়েছেন– এমন প্রশ্নে তিনি বলেন, ‘অ্যাপ্রোনটি একটি টেইলার্সের দোকান থেকে বানিয়েছি। আমার ভুল হয়েছে। জীবনে আর এমন অপরাধ করব না।’

পরিদর্শক মো. ফারুক বলেন, ইতোমধ্যেই অভিযুক্ত নারীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ঢাকা শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ভুয়া চিকিৎসক সন্দেহে এক নারীকে আটক করা হয়েছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী— এমন কথা বলেননি ট্রাম্প শিরোনাম সংসদ নির্বাচনের সময় জানালেন উপদেষ্টা সাখাওয়াত শিরোনাম সুযোগ পেলে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন জেড আই খান পান্না শিরোনাম ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ, সারাদেশে রেল যোগাযোগ বন্ধ শিরোনাম শীতকালেও ঠোঁট থাকবে গোলাপের মতো সুন্দর শিরোনাম সাবেক এমপি শাহজাহান ওমর থানা হেফাজতে, গাড়িতে হামলা