ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

টেকনাফ-সেন্টমার্টিন রুটে দুই ট্রলারসহ ৬ জনকে অপহরণ

Publish : 12:22 AM, 14 November 2024.
টেকনাফ-সেন্টমার্টিন রুটে দুই ট্রলারসহ ৬ জনকে অপহরণ

টেকনাফ-সেন্টমার্টিন রুটে দুই ট্রলারসহ ৬ জনকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক :

বঙ্গোপসাগরে টেকনাফ-সেন্টমার্টিন রুটে চলাচলকারী দুটি ট্রলারসহ ৬ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। রড-সিমেন্টসহ মালামাল নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে তাদের অপহরণ করা হয়। সম্প্রতি কয়েকবার সমুদ্র থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার সকালে এ বিষয়ে টেকনাফ-সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি আবদুর রশিদ বলেন, গতকাল টেকনাফ থেকে দুটি ট্রলারে করে রড-সিমেন্টসহ মালামাল নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে ‘আরাকান আর্মি’র সদস্যরা বঙ্গোপসাগরের নাফনদী মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায়। এ সময় ট্রলারের ৬ জন স্টাফ ছিল। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা। জব্দ করা ট্রলারের মধ্য আমার একটি ট্রলার রয়েছে। এ বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীদের অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা নূর আলম বলেন, টেকনাফ থেকে দ্বীপে আসার পথে দুটি ট্রলার ধরে নিয়ে যাওয়া হয়েছে। ওই ট্রলারে ৬ জন ছিলেন। এ ঘটনায় তাদের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

এ প্রসঙ্গে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মালামাল ভর্তি দুটি ট্রলারসহ ৬ জনকে মিয়ানমারে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তবে কারা কিভাবে ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

তবে এ ধরনের ঘটনার বিষয়ে কেউ অবহিত করেননি বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মহিইদ্দীন আহমেদ।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফায়ার ফাইটার নিহতের দায় নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন শিরোনাম ফেনী জেলা যুবদলের কমিটির পদ পেতে জোর লবিং শিরোনাম বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ শিরোনাম ভয় পেলেন না সোনাক্ষী-জহির, ক্যামেরার সামনেই ঘটালেন সাহসী কাণ্ড! শিরোনাম আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা