আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলা সেই জাবি শিক্ষক বরখাস্ত
গত ১৭ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলে সম্বোধন করেন দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ৷ এরপর থেকে তার অব্যহতির দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীদের দাবি আমলে নিয়ে অধ্যাপক ফরিদ আহমদকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি সোমবার রাতে সমকালকে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য সচিব ও রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান।
তিনি বলেন, রোববার সিন্ডিকেটে অধ্যাপক ফরিদ আহমদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অতিদ্রুত বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এর আগে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর গত ১৫ জুলাই ছাত্রলীগ-বহিরাগত সন্ত্রাসী ও পুলিশ হামলা করে। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আশুলিয়া থানায় একটি মামলা করেন। ওই মামলায় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুজন উপাচার্য, প্রক্টরসহ ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ২১৪ জনকে আসামি করা হয়।
মামলার এজহারে অধ্যাপক ফরিদকে ৮ নম্বর আসামি করা হয়। এরপর গত ৪ অক্টোবর তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করে কোতোয়ালি থানায় সোপর্দ করে একদল শিক্ষার্থী। পরদিন সাজ্জাদুলের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে আশুলিয়া থানা পুলিশ।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com