ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

গাজীপুরের পর নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Publish : 01:04 AM, 12 November 2024.
গাজীপুরের পর নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের পর নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলে ক্রোনী গ্রুপের দুটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

সোমবার (১১ নভেম্বর) দুপুরের পর ঢাকা-মুন্সীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এই বিক্ষোভ শুরু করেন। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা শ্রমিকদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।

জানা যায়, শ্রমিকদের একটি অংশ বিসিক শিল্পাঞ্চলের ভেতরে কয়েকটি কারখানায় ভাঙচুর চালালে অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করা হয়।

বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জ বিসিক শিল্পাঞ্চলে ৪৩২টি কারখানা আছে। শ্রমিক অসন্তোষের মুখে অধিকাংশ কারখানা লাঞ্চের আগেই ছুটি দেওয়া হয়েছে।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানায় প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে শত শত শ্রমিককে কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরিচ্যুত করা হয়। এই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় আজ সকালে কারখানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন। এর আগেও এই কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে ক্রোনী গ্রুপের কারখানা দুটিতে বেতন পরিশোধ নিয়ে শ্রমিক অসন্তোষ চলছে। এ বছরের এপ্রিলে বকেয়া বেতনের দাবিতে অবন্তী কালার টেক্স-এর শ্রমিকরা বিক্ষোভ করেন। সে সময় শ্রমিক-পুলিশ সংঘর্ষে অন্তত ৬০ জন আহত হন।

এর আগে টানা ৫৩ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা। সোমবার (১১ নভেম্বর) দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহারের ঘোষণা দিলে যান মহাসড়কে চলাচল স্বাভাবিক হয়।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ক্ষমতায় গেলে ভারতের সাথে হওয়া অসম চুক্তি রিভিউ করবে বিএনপি শিরোনাম বিপিএলের টিকিট নিয়ে আবার বিশৃঙ্খলা, বুথে আগুন শিরোনাম চিন্ময় দাসের জামিন নামঞ্জুর শিরোনাম রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে আসছেন দীঘি শিরোনাম চিন্ময়ের জামিনের জন্য কলকাতায় ইসকনের বিশেষ প্রার্থনা শিরোনাম রাজধানীতে বেড়েছে শীতের অনুভূতি