উত্তরবঙ্গ থেকে কোনো উপদেষ্টা নাই, ফেসবুকে সারজিসের ক্ষোভ
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে আবারও উপদেষ্টা পরিষদে রদবদল এবং আকার বাড়ানো হয়েছে। তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নিয়োগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
রোববার রাতে ক্ষোভ জানিয়ে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
এতে বলা হয়, ‘শুধু ১টা বিভাগ থেকে ১৩জন উপদেষ্টা! অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের ১৬টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই! তার উপর খুনী হাসিনার তেলবাজরাও উপদেষ্টা হচ্ছে!’
এর আগে রোববার সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারে বড় রদবদল হয়েছে। যুক্ত হয়েছেন নতুন তিন উপদেষ্টা। পুরোনো ছয়জনের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদায় মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে প্রধান উপদেষ্টার আরও তিনজন বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে। সরকারি সূত্রের ভাষ্য, কাজে গতি বাড়াতেই এসব পরিবর্তন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com