ফরিদপুর জেলা আ.লীগ নেতা মাইনুদ্দিন গ্রেপ্তার
ফরিদপুরে আওয়ামী লীগ নেতা মাইনুদ্দিন আহমেদ মানুকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুর ২টার দিকে শহরের হরিসভা মহল্লা এলাকায় অবস্থিত তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাইনুদ্দিন আহমেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে মুজাহিদুল ইসলামের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছে।
মাইনুদ্দিন আহমেদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এছাড়া তিনি সম্প্রতি ভেঙে দেওয়া ফরিদপুর পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
ফরিদপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের সময় শহরের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলার শিকার হয় শিক্ষার্থীরা। এ ঘটনায় আহত হন ফরিদপুর সদরের মাহমুদপুর এলাকার বাসিন্দা মুজাহিদুল ইসলামের মেয়ে হেলথ কেয়ার ট্রেনিং সেন্টারে অধ্যয়নরত মুমতাহীনা ইসলাম (১৯)।
এ ঘটনায় মুজাহিদুল ইসলাম (৪৬) বাদী হয়ে গত ১০ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন থেকে চারশজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভুক্ত ৭৪ নম্বর আসামি মাইনুদ্দিন আহমেদ।
এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ উজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ২টার দিকে শহরের দক্ষিণ টেপাখোলা মহল্লার হরিসভা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় মাইনুদ্দিনকে। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, পরে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) জাফর ইকবাল জানান, এ মামলায় এখন পর্যন্ত মাইনুদ্দিনসহ এজাহার নামীয় দুইজন এবং অজ্ঞাত আসামি হিসেবে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে এজাহারনামীয় একজনসহ চারজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com