ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

মুরাদনগরে মাইক্রোবাসচাপায় বৃদ্ধের মুত্যু, চালক আটক

Publish : 04:25 AM, 07 November 2024.
মুরাদনগরে মাইক্রোবাসচাপায় বৃদ্ধের মুত্যু, চালক আটক

মুরাদনগরে মাইক্রোবাসচাপায় বৃদ্ধের মুত্যু, চালক আটক

নিজস্ব প্রতিবেদক :

কুমিল্লা মুরাদনগর উপজেলায় মাইক্রোবাসচাপায় ফুল মিয়া (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক ও মাইক্রোবাসটিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার মুরাদনগর-রামচন্দ্রপুর সড়কের করিমপুর বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফুল মিয়া উপজেলা সদরের মধ্যনগর গ্রামের মৃত সাজত আলির ছেলে। আটককৃত চালক মুরাদনগর উপজেলা সদরের নূরুল ইসলামের ছেলে সুজন মিয়া (২৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে করিমপুর বাজার এলাকায় ওই বৃদ্ধ রাস্তা পাড় হচ্ছিলেন। এসময় মুরাদনগর উপজেলা সদরের উদ্দেশে একটি মাইক্রোবাস দ্রুতগতিতে যাওয়ার পথে তাকে চাপা দিলে ঘটনারস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ধাওয়া করে মাইক্রোবাস ও এর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, লাশের সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের পর আটককৃত চালককে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ফায়ার ফাইটার নিহতের দায় নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন শিরোনাম ফেনী জেলা যুবদলের কমিটির পদ পেতে জোর লবিং শিরোনাম বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ শিরোনাম ভয় পেলেন না সোনাক্ষী-জহির, ক্যামেরার সামনেই ঘটালেন সাহসী কাণ্ড! শিরোনাম আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আট ও নয়তলা