ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম জানালেন সাকিব

Publish : 05:37 AM, 06 November 2024.
বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম জানালেন সাকিব

বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম জানালেন সাকিব

ক্রীড়া ডেস্ক :

 বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনেক খেলোয়াড় আছে যাদের ক্যারিয়ারের শুরুটা হয়েছিল রাজকীয়ভাবে। কিন্তু অফ ফর্ম এবং সুযোগের অভাবে নিজেদের ক্যারিয়ার লম্বা করতে পারেননি। 

তাদের মধ্যে অন্যতম হলেন, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহম্মদ মিথুন এবং ইমরুল কায়েস। এবার এই ক্রিকেটারদের দুর্ভাগা বলে আখ্যায়িত করেছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

সোমবার (৪ নভেম্বর) আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের ফেসবুক পেজে প্রকাশিত এক সাক্ষাৎকারে সাকিবের কাছে বাংলাদেশের দুর্ভাগা ক্রিকেটারদের নাম জানতে চাওয়া হয়।

জবাবে সাকিব বলেছেন, নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস-এ রকম আরও অনেক খেলোয়াড় আছে। এ রকম আসলে অনেক অনেক...। এটা নির্বাচকেরা ভালো উত্তর দিতে পারবেন। অনেক খেলোয়াড়ই আছে যারা দুর্ভাগা, আপনি যাদের নাম বললেন সঙ্গে মিঠুন-আরও অনেক খেলোয়াড়ই আছে যাদের ক্যারিয়ার অনেক ছোট ছিল, হয়তো আরও ভালো করতে পারতো।

জাতীয় দলে সবাই সমান সুযোগ পাবেন না বলেও জানিয়েছেন সাকিব। তার ভাষ্য, আসলে খেলাটাই এমন। ওই যে আপনার ১৫ জন নির্বাচন করতে হবে, তারপর ১১ জন। সেখান থেকে যারা সুযোগ পায় আসলে তাদের পারফর্ম করারও একটা দায়িত্ব আছে। কেউ বলতে পারে, কেউ কম সুযোগ পেয়েছে। যা ঘটে, সবাই আসলে এক রকম সুযোগ পায় না। এটা দেওয়াও আসলে সম্ভব না।

এই সুযোগের ক্ষেত্রে নির্বাচকদের আস্থার একটি বিষয়ও জড়িত বলে মনে করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তিনি বলেন, আপনার দল আপনি চালাচ্ছেন, সবাইকে আপনি একভাবে বিশ্বাসও করতে পারবেন না, একভাবে সুযোগও দিতে পারবেন না। কাউকে এক ম্যাচ পর মনে হবে, না একে দিয়ে হবে না।

‘আবার কাউকে দেখে মনে হবে না ও পারবে। এ ব্যাপারটা আসলে থাকে। ভুল কিছু না। যেটা হচ্ছে, কেউ কম সুযোগ পাবে কেউ বেশি। যে কম পাচ্ছে তার জন্য সেটাই যথেষ্ট সুযোগ, যে বেশি পাচ্ছে তার জন্য ওটাই যথেষ্ট। ওখান থেকেই একজন খেলোয়াড়ের দায়িত্ব নিজেকে কীভাবে মেলে ধরতে পারবে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ক্ষমতায় গেলে ভারতের সাথে হওয়া অসম চুক্তি রিভিউ করবে বিএনপি শিরোনাম বিপিএলের টিকিট নিয়ে আবার বিশৃঙ্খলা, বুথে আগুন শিরোনাম চিন্ময় দাসের জামিন নামঞ্জুর শিরোনাম রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে আসছেন দীঘি শিরোনাম চিন্ময়ের জামিনের জন্য কলকাতায় ইসকনের বিশেষ প্রার্থনা শিরোনাম রাজধানীতে বেড়েছে শীতের অনুভূতি