আরাধ্য জয় পেল ম্যানসিটি, লিভারপুলের গোল উৎসব
ইংলিশ প্রিমিয়ার লিগে বিগত কয়েক মৌসুমে একক আধিপত্য দেখানো ম্যানচেস্টার সিটি এবারও শুরু করেছিল চ্যাম্পিয়নদের মতোই। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খেই হারিয়ে ফেলে পেপ গার্দিওলার দল। আকাশি জার্সিধারীদের জয় পাওয়া হয়ে যায় আরাধ্য বিষয়। গতকাল রাতে লেস্টার সিটিকে হারিয়ে সেই আরাধ্য জয়ই তুলে নিয়েছে সিটিজেনরা। রাতের অন্য ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে শীর্ষে থাকা লিভারপুল।
গতকাল রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে হামজা চৌধুরীদের লেস্টার সিটিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই নিয়ে প্রিমিয়ার লিগে সবশেষ ১০ ম্যাচে ও সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে মাত্র দ্বিতীয় জয় পেল দলটি। আর লিভারপুল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে।
লেস্টারের মাঠে গতকাল সিটির হয়ে প্রথম গোলটি দেন সাভিনিয়ো। গত চার ম্যাচে জয়হীন সিটিকে তিনি এগিয়ে দেন ২১ মিনিটেই। ফিল ফোডেনের শট ঝাঁপিয়ে পড়ে লেস্টারের গোলরক্ষক আটকালেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল ফাঁকায় পেয়ে কোনাকুটি শটে গোল আদায় করেন ২০ বছরের সাভিনিয়ো। প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটিই প্রথম গোল।
সিটির হয়ে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হলান্ড। এবারও গোলের উৎস সেই সাভিনিয়ো। ৭৪ মিনিটে কেভিন ডি ব্রুইনের পাস যায় সাভিনিয়োর কাছে। ডান দিকে তার ক্রস পেয়ে লাফিয়ে হেড দিয়ে গোল আদায় করেন হল্যান্ড। লিগে ৫ ম্যাচ পর গোল পেলেন তিনি। সবমিলিয়ে আসরে তার গোলসংখ্যা ১৪। সবচেয়ে বেশি ১৭টি লিভারপুলের মোহামেদ সালাহর।
ম্যাচে লিভারপুলের হয়ে প্রথম গোল আদায় করে নেন লুইস দিয়াস। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে আরও দুই গোল দেন কেডি গাকপো ও সালাহ। দ্বিতীয়ার্ধে একবার করে বল জালে জড়ান ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড ও বদলি নামা দিয়োগো জটা।
গতকালের ম্যাচের পর ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট হলো ৪৫। এক ম্যাচ বেশি খেলে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে নটিংহ্যাম ফরেস্ট। জয়ে ফেরা সিটি ১৯ ম্যাচে ৯ জয় ও ৪ ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে আছে সিটি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com