ঢাকা, ০২ জানুয়ারি, ২০২৫
Banglar Alo

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

Publish : 11:28 AM, 03 November 2024.
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি: মির্জা ফখরুল

রাজনৈতিক প্রতিবেদক :

বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা? জনগণ সিদ্ধান্ত নেবে। দেশে অযথা ইস্যু তৈরি করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে, নানাভাবে ষড়যন্ত্র করা হচ্ছে। 

শনিবার বিকেলে রাজধানী মহাখালীর ব্র্যাক সেন্টারে বিএনপির প্রয়াত নেতা সাবিহ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব। যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক এই হাইকমিশনারকে সত্যিকারের দেশপ্রেমিক হিসেবে অভিহিত করে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মীসহ নানা পেশার বিশিষ্টজন। 

মির্জা ফখরুল বলেন, সাবিহ উদ্দিনসহ আমরা যারা ছাত্র রাজনীতি শুরু করেছিলাম, আমাদের একটা লক্ষ্য ছিল– এই সমাজটাকে পরিবর্তন করব, আমরা বদলে দেব। সেই সময় সাবিহ যেখানেই ছিলেন, সেখানেই দেশের জন্য কাজ করেছেন।

সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, সাবিহ উদ্দিন ছিলেন প্রকৃত জাতীয়তাবাদী। দেশ ও জনগণের প্রশ্নে কোনো আপস করেননি। এমন মানুষ পাওয়া দুষ্কর। 

অধ্যাপক মাহবুব উল্লাহ বলেন, সাবিহ শেষ দিন পর্যন্ত দেশের কথা ভেবেছেন, দশের কথা ভেবেছেন। তাঁর মধ্যে স্বার্থপরতা ছিল না। দেশপ্রেমের প্রশ্নে কোনো আপস তিনি করেননি।

সাবিহ উদ্দিনের বর্ণাঢ্য কর্মজীবনের ওপর স্মৃতিচারণ করেন প্রবীণ সম্পাদক শফিক রেহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ এনাম, প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদের ছোট ভাই সালাহউদ্দিন আহমেদসহ কূটনীতিক, ব্যাংকার, অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশার নাগরিক। সাবিহ উদ্দিনের সহধর্মিণী রওনক আহমেদ, ছেলে সাইয়াব আহমেদ, বিএনপি মহাসচিবের সহধর্মিণী রাহাত আরা বেগমসহ স্বজনরা স্মরণসভায় উপস্থিত ছিলেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ক্ষমতায় গেলে ভারতের সাথে হওয়া অসম চুক্তি রিভিউ করবে বিএনপি শিরোনাম বিপিএলের টিকিট নিয়ে আবার বিশৃঙ্খলা, বুথে আগুন শিরোনাম চিন্ময় দাসের জামিন নামঞ্জুর শিরোনাম রবীন্দ্রনাথের গল্পের নায়িকা হয়ে আসছেন দীঘি শিরোনাম চিন্ময়ের জামিনের জন্য কলকাতায় ইসকনের বিশেষ প্রার্থনা শিরোনাম রাজধানীতে বেড়েছে শীতের অনুভূতি