ঢাকা, ২২ অক্টোবর, ২০২৪
Banglar Alo

শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে জাবি প্রভোস্টের পদত্যাগ

Publish : 10:38 AM, 20 October 2024.
শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে জাবি প্রভোস্টের পদত্যাগ

শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে জাবি প্রভোস্টের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক :

শিক্ষার্থীদের তোপের মুখে মধ্যরাতে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক ড. মুরশেদা বেগম। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় উপাচার্য বরাবর অব্যাহতির আবেদন পাঠিয়েছেন তিনি।উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান অব্যাহতিপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতির আবেদনে প্রভোস্ট উল্লেখ করেন, ‘গত ২০২২ সালের ১৩ ডিসেম্বর থেকে অদ্যাবদি জাহানারা ইমাম হলে প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছি। ব্যক্তিগত কারণে প্রভোস্টের দায়িত্ব পালন থেকে অব্যাহতি চাচ্ছি।’

এর আগে শনিবার রাত ১১টায় গণঅভ্যুত্থান বিরোধী অবস্থানের অভিযোগ এনে ২২ দফা দাবিতে প্রভোস্ট মুরশেদা বেগমের কক্ষে তালা ঝুলিয়ে পদত্যাগ দাবি করে শিক্ষার্থীরা। তারা তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজ বোনকে হল সুপার নিয়োগ দেওয়ার অভিযোগ আনে। 

শিক্ষার্থীরা জানায়, হল প্রভোস্টের স্বামী সোহেল পারভেজ বিপ্লব বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিনেট সদস্য এবং বর্তমান কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক। হল প্রভোস্ট থাকাকালীন তিনি নিজ ছোটবোন রোমানা ইসলামকে হল সুপার হিসেবে নিয়োগ দেন। এখানে স্বজন-প্রীতি ও নিয়োগে স্বচ্ছতার প্রশ্ন থেকেই যায়। তারা একই সঙ্গে হল সুপার রোমানা ইসলামের তদন্ত সাপেক্ষে পদত্যাগ দাবি করেন। 

এ ছাড়া হল সংস্কারের জন্য প্রাপ্ত বাজেট ১ কোটি ৮ লাখ টাকা কোন খাতে কত খরচ হয়েছে তা শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের দাবি জানায় তারা৷ শিক্ষার্থীদের ২২ দফা দাবিতে হলের সুবিধা সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। 

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ‘ওই হলের প্রভোস্ট থেকে অব্যাহতির একটি আবেদন পেয়েছি। সশরীরে উপস্থিত হয়ে অন্যান্য দাবিও শুনেছি। এখনো আমরা হলে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। নিয়মানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের দাবিসমূহের যৌক্তিকতা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা : তেল আবিবে জরুরি অবস্থা, বেন গুরিয়নে উড়োজাহাজ চলাচল বন্ধ শিরোনাম উপদেষ্টা, সমন্বয়কের প্রতিক্রিয়া শিরোনাম যাত্রাবাড়ীতে ‘জেগে’ আছেন শহীদরা শিরোনাম নির্বাচনের দিন ঠিক করে কাজ-কর্ম শুরু করুন: নীরব শিরোনাম গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১০ শিরোনাম ব্যারিস্টার সুমন এতদিন কোথায় ছিলেন?