সৌদি আরবে গাড়িচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদি আরবে গাড়ি চাপায় শাকিল মাঝি (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সৌদি আরবের আভা খামিজ মোসাইদ শহরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের কৃষক আলী মুদ্দিন মাঝির ছেলে। ৮ ভাই-বোনের মধ্যে সবার ছোট সে।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নিহতের বড় ভাই মনির হোসেন মাঝি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ৭ লাখ টাকা ঋণ করে ৬ মাস আগে আমার ছোট ভাই সৌদি আরবে যান। সেখানে সে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। ওই গাড়ী থেকে নেমে রাস্তায় দাড়ালে শাকিলকে গাড়িটি চাপা দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যান। বর্তমানে তাঁর লাাশ সৌদি আরবের আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রয়েছে।
দক্ষিণ চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. বশির হাওলাদার বলেন, শাকিলের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারের সাথে আমরাও শোকাহত। তার লাশ দেশে আনতে সকল সহযোগিতার জন্য বাংলাদেশ ও সৌদি সরকারের দূতাবাসের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com