ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মাওলানা জুবায়েরের অনুসারী এস. এম. আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।
শুক্রবার সকালে টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান ও মাওলানা জুবায়েরের অনুসারীর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেন।
ময়দানের চারপাশে দেখা যায়, সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশের কড়া নিরাপত্তা। এছাড়া স্টেশন রোড, মুন্নু গেইট ও কামারপাড়া সড়কজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
তবে পুলিশের নিষেধাজ্ঞার মধ্যেও কিছু মুসল্লি মাঠে অবস্থান করছেন। তাদের দাবি, তারা ইজতেমার মালামাল পাহারা দেওয়ার দায়িত্বে রয়েছেন।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দর হাবিবুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম প্রকাশ করা সম্ভব নয়।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com