সাবেক ডিবিপ্রধান হারুন কি যুক্তরাষ্ট্রে?
আন্দোলনের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন গুঞ্জন ছিল ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সাবেক ডিবিপ্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ বিমানবন্দরে আটক হয়েছেন। কিন্তু সেদিনই তিনি আটক হওয়ার বিষয়টি উড়িয়ে দিয়ে জানান ‘এয়ারপোর্টে যাইনি, আটকও হইনি।’
২৯ আগস্ট রাজধানীর উত্তরার ১০ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে একটি বাড়িতে হারুন রয়েছেন– এই সন্দেহে ছাত্র-জনতা সেখানে ঘেরাও করে। এ খবরে পুলিশ ও সেনাবাহিনী বাড়িতে অভিযান চালিয়ে তাঁর সন্ধান পায়নি। এর পর তাঁর দেশের বাইরে চলে যাওয়ার গুঞ্জন শুরু হয়।
সম্প্রতি নিউইয়র্কে একটি সম্মেলন কক্ষে অনুষ্ঠানে হারুন বসে রয়েছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর পর একটি সূত্রে জানা যায়, সেখানকার বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তা পাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় হারুন নিউইয়র্কের লং আইল্যান্ডে গেছেন।
সূত্র জানায়, সেপ্টেম্বরের শেষ দিকে দেশ ছাড়েন হারুন। ২০০৬ সালে ডিভি লটারি পেয়ে তাঁর স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত ছিল তাঁর। এদিকে পুলিশ কর্মকর্তাদের মধ্যে হারুন অর রশীদের বিরুদ্ধে সর্বোচ্চ ৩৮টি মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com