ঢাকা, ২২ অক্টোবর, ২০২৪
Banglar Alo

‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’

Publish : 10:50 PM, 08 October 2024.
‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’

‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’

বিনোদন ডেস্ক :

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি। গেল রবিবার সেখান থেকে এসেছে গ্রিন সিগন্যালও। একদিন পরই বিষয়টি নিশ্চিত করেন এর নির্মাতা অনন্য মামুন। এই সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এখন শুধু মুক্তির অপেক্ষা।

এদিন পেপার কাটিং আকারে একটি ছবি ফেসবুকে পোস্ট করেন মামুন। সেখানে শাকিবের তিনটি লুকের দেখা মিলেছে। নির্মাতার শেয়ার করা ছবির শিরোনাম, ‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’। সাব-শিরোনামে লেখা আছে, ‘আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে।’ তার এই পোস্টে অনেকেই আন্দাজ করছেন, ‘দরদ’ সিনেমায় শাকিবের নাম হবে ‘দুলু মিয়া’। আর আজ মঙ্গলবার প্রকাশ হবে সিনেমার টিজার বা নতুন কোনো পোস্টার।

এর আগে সিনেমাটি মুক্তির বিষয়ে অনন্য মামুন বলেছিলেন, ‘ছবিটির মুক্তির বিষয়ে আমরা এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেইনি। শুধু প্রচারণাও চালিয়ে যাচ্ছি। খুব শিগগিরই আমরা মুক্তির তারিখ জানাবো।’ 

অন্যদিকে, পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেন, ‘“দরদ” পাশ। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, আমার কাছে ভালো লেগেছে। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।’

সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বলেন, ‘দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই। “দরদ” আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক ছবি, শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে ছবি বানিয়েছেন।’

সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। নভেম্বর বা ডিসেম্বরে এটি প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে বলে জানান নির্মাতা অনন্য মামুন।

তার কথায়, ‘সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো।’

‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। আরও আছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়াসহ অনেকে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা : তেল আবিবে জরুরি অবস্থা, বেন গুরিয়নে উড়োজাহাজ চলাচল বন্ধ শিরোনাম উপদেষ্টা, সমন্বয়কের প্রতিক্রিয়া শিরোনাম যাত্রাবাড়ীতে ‘জেগে’ আছেন শহীদরা শিরোনাম নির্বাচনের দিন ঠিক করে কাজ-কর্ম শুরু করুন: নীরব শিরোনাম গাজায় স্কুলে ইসরায়েলের হামলা, নিহত ১০ শিরোনাম ব্যারিস্টার সুমন এতদিন কোথায় ছিলেন?