বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগে সিবিএর সাধারণ সম্পাদক পল্টু গ্রেপ্তার
মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) সাধারণ সম্পাদক খুরশিদ আলম পল্টুকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগরীর খালিশপুর থানা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় মহানগরীর কাস্টমস অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পল্টু মোংলা বন্দর কর্তৃপক্ষে হারবার কনজারভেন্সী বিভাগে শিল্প মুভমেন্ট অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত রয়েছেন।
খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গত ২৬ আগস্ট বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার হওয়া পল্টু খুলনা মহানগরী আওয়ামী লীগের ১৫ নম্বর ওয়ার্ডের নির্বাহী সদস্য। বিভিন্ন কারণে মোংলা বন্দরের সাধারণ কর্মচারীদের মাঝে তিনি ব্যাপক সমালোচিত ছিলেন।
সর্বশেষ অনুষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষের সিবিএ কর্মচারী সংঘের (রেজি: নং খুলনা ১৯৫৭) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন। এরপর ওই নির্বাচনের মেয়াদ শেষ হয়ে গেলেও নতুন করে নির্বাচন দিতে তিনি সময় ক্ষেপন করে নানা তালবাহানা করছিলেন। এক পর্যায়ে আইনী জটিলতায় এ নির্বাচন বন্ধ হয়ে যায়। এসবসহ নানা অনিয়ম দুর্নীতি ও বিতর্কিত কর্মকান্ড করায় খুরশিদ আলম পল্টু বন্দরের সাধারণ কর্মচারীদে মাঝে ব্যাপক সমালোচিত হতে থাকেন।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com