ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চারজন রিমান্ডে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সহসভাপতি নিশীতা ইকবাল নদীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) তারেক মোহাম্মদ মাসুদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে মহানগর কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে ফারজানা ইয়াসমিন (রাখি) রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন– বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলফাতারা কাজল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) সাবেক ছাত্রলীগ কর্মী শোভন মজুমদার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগকর্মী হাসান ইমাম শোভন। গত ১৪ ডিসেম্বর রাতে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নদীকে গ্রেপ্তার করে।
জানা যায়, ১৩ ডিসেম্বর ভোরে রাজধানীর পান্থপথ এলাকায় এজাহারনামীয়সহ অজ্ঞাতানামা ১০০-১৫০ জন আসামি ছাত্রলীগের ব্যানারে সরকারের বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল বের করে। এ সময় তারা উস্কানিমূলক স্লোগান দেয়।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com