ইউক্রেনে অস্ত্র সহায়তার ঘোষণা দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যে ইউক্রেন নিরাপত্তা সহায়তা উদ্যোগ (ইউএসএআই) প্যাকেজের চূড়ান্ত ঘোষণা দেবে।
এই প্যাকেজের আওতায় ইউক্রেনের জন্য বরাদ্দকৃত শেষ তহবিল ব্যবহার করে নতুন অস্ত্র ক্রয় করা হবে। এই প্যাকেজের মূল্য প্রায় ১২০ কোটি ডলার হতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এ ছাড়া ইউক্রেনকে ১৩০ বিলিয়ন ইউরোরও বেশি সহায়তা দিয়েছে ইইউ। এদিকে শুক্রবার কিয়েভে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে আরও আগে হামলা চালানো উচিত ছিল। এ যুদ্ধের জন্য রাশিয়ার আরও ভালোভাবে প্রস্তুত থাকা দরকার ছিল। রয়টার্স।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com