বলিউড অভিনেতা গোবিন্দা গুলিবিদ্ধ
নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার সকালে ভুলবশত নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে ফেলেন বলিউড তারকা গোবিন্দা। রিভলবার পরিস্কার করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় তার পায়ে গুলি লাগে। এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।
বলিউড অভিনেতার ম্যানেজার শশী সিং বলেছেন, ‘গোবিন্দা কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে নিজের রিভলবারটি তুলে রাখতে যান। এসময় হঠাৎ বন্দুক মাটিতে পড়ে গিয়ে বন্দুক থেকে গুলি বের হয়ে গোবিন্দার পায়ে লাগে।
তিনি আরও বলেন, চিকিৎসকরা অস্ত্রোপচার করে পা থেকে গুলি বের করেছেন। তিনি এখন শঙ্কামুক্ত।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com