আল্লু অর্জুন গ্রেপ্তারের পর বেড়েছে ‘পুষ্পা-২’র আয়
‘পুষ্পা টু: দ্য রুল’-এর প্রিমিয়ারে এক ভক্তের মৃত্যুর ঘটনায় গত শুক্রবার দুপুরে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আল্লু অর্জুনকে। নিহত নারীর পরিবারের মামলায় এক রাত জেলেও কাটাতে হয়েছে অভিনেতাকে। শুক্রবার গ্রেপ্তারের পর একদিন হাজতবাস করে শনিবার বাড়ি ফেরেন আল্লু।
শনি ও রবিবার ১১৯.২৫ কোটি ও ১৪১.০৫ কোটি রুপি আয় করে পুষ্পা। এই দুই দিন বক্স অফিস থেকে সর্বোচ্চ আয় করে এই মুভি।
নায়কের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ছবির আয় বাড়তে থাকে। বক্স অফিসে ইতিমধ্যে ১১৯০ কোটি রুপি আয় করে ব্লকবাস্টার সিনেমায় নাম লেখাল ‘পুষ্পা টু: দ্য রুল’।
নারীর মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুন বলেন, ‘আমরা নিহতের পরিবারের জন্য অত্যন্ত দুঃখিত। আমি ব্যক্তিগতভাবে তাদের যেভাবেই হোক সমর্থন করার জন্য তৈরি আছি। এটা একেবারেই আকস্মিক ঘটনা। আমি আমার পরিবারের সাথে থিয়েটারের ভিতরে সিনেমা দেখছিলাম এবং দুর্ঘটনাটি বাইরে ঘটেছিল। এটার সঙ্গে আমার সরাসরি কোন সম্পর্ক নেই। সত্যি আকস্মিক, একেবারেই অনিচ্ছাকৃত। আমি যে কোনও উপায়ে তাদের পাশে রয়েছি।’ সূত্র: মিন্ট।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com