একদিনেই লেবাননে ৯৫ জনকে হত্যা করল ইসরায়েল
লেবাননজুড়ে ইসরায়েলি বিমান হামলায় সোমবার অন্তত ৯৫ জন নিহত ও ১৭২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
তাদের মতে, গত দুই সপ্তাহে লেবাননে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খবর বিবিসির
গত প্রায় দুই সপ্তাহ ধরে সংঘাতের পর ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে তারা দক্ষিণ লেবাননে হেজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে।
তবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ‘সীমিত’ ও ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ এই অভিযান পরিচালনা করছে বলে দাবি তাদের।
এর আগে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বৈরুতের দক্ষিণ দিকের তিন স্থানের বাসিন্দাদেরকে সরে যাওয়ার জন্য হুঁশিয়ার করেছিলো।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com