ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৪
Banglar Alo

যুক্তরাষ্ট্রকে পুতিনের ‘অদ্ভুত’ চ্যালেঞ্জ

Publish : 09:47 AM, 21 December 2024.
যুক্তরাষ্ট্রকে পুতিনের ‘অদ্ভুত’ চ্যালেঞ্জ

যুক্তরাষ্ট্রকে পুতিনের ‘অদ্ভুত’ চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক :

অর্থনীতি, যুদ্ধসহ নানা বিষয়ে গতকাল বছরের শেষ সংবাদ সম্মেলনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ইউক্রেনে ছোড়া রাশিয়ার নতুন মিসাইল ওরেশনিকের কথা উঠে আসে। পুতিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে জানান, তাদের এই মিসাইলটি এতটাই শক্তিশালী, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এটি আটকাতে পারবে না। 

পুতিন বলেন, এমন একটি জায়গা ঠিক করা হোক, যেটি মার্কিন মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সুরক্ষিত থাকবে। আমরা এ ধরনের পরীক্ষা চালাতে প্রস্তুত। আমাদের মিসাইল তারা ঠেকাতে পারবে না।

গত ২১ নভেম্বর ইউক্রেনে অত্যাধুনিক এই মিসাইল ছোড়ে রাশিয়া। পশ্চিমা দেশগুলো প্রথমে মনে করেছিল, এটি আন্তঃমহাদেশীয় হাইপারসনিক মিসাইল। 

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন বলেন, তারা ধীরে ধীরে লক্ষ্যে এগিয়ে চলছেন। সেনারা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে আপস করতে রাশিয়া প্রস্তুত বলে জানান তিনি। এ ছাড়া কুরস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের হটিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। অন্যদিকে, অর্থনীতি নিয়ে বলেন, আগামী বছর তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তবে মূল্যস্ফীতির বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

এদিকে কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয়দের বিরুদ্ধে লড়াই করছে উত্তর কোরিয়ার সেনারা। দক্ষিণ কোরিয়ার সাংসদ লি সাং-কন দাবি করেছেন, কুরস্কে এখন পর্যন্ত উত্তরের ১০০ সেনা নিহত ও ১ হাজার সেনা আহত হয়েছে। তাঁর মতে, ওই অঞ্চল সম্পর্কে ধারণা না থাকা এবং ড্রোন হামলার কারণে এত সংখ্যক উত্তর কোরীয় সেনা হতাহত হয়েছে। যার মধ্যে কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনা রয়েছে।

অস্ত্রবিষয়ক সংস্থা ‘কনফ্লিক্ট আর্মামেন্ট রিসার্চ’ জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার মিসাইল ব্যবহার করেছে। যার প্রমাণ তারা পেয়েছে। বিষয়টি গত বুধবার জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে জানায় সংস্থাটি।

এদিকে ক্রিমিয়া উপদ্বীপে ঝড়ের কবলে ভেঙে পড়া রাশিয়ার দুটি ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে গড়িয়ে পড়ছে। জাহাজগুলো মাজুত নামে এক ধরনের তেল নৌবাহিনীর জন্য নিয়ে যাচ্ছিল। এসব তেল সেখানকার সামুদ্রিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম QR কোডে পেমেন্টে মাথায় রাখবেন যেসব বিষয় শিরোনাম ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের শিরোনাম ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪১ শিরোনাম লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা শিরোনাম আ.লীগের আমলে পুলিশের ওপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল শিরোনাম দ্বিতীয়বার পাকিস্তানি জাহাজে যা যা এল