ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

বাদশাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

Publish : 02:58 AM, 21 September 2024.
বাদশাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

বাদশাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর

বিনোদন ডেস্ক :

ভারতীয় হিন্দি সিরিয়ালের অভিনেত্রী শামা সিকান্দার সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য সবসময় বেশ আলোচিত । বিয়ের পর কিছু দিন ছুটি কাটিয়ে বর্তমানে কাজে ফিরেছেন। তবে হঠাৎই বলিউড বাদশাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে তুমুল  বিতর্কের জন্ম দিয়েছেন এ অভিনেত্রী। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করে শামা জানান, দেশের সব ফিল্মি অ্যাওয়ার্ড টাকার বিনিময়ে কেনা যায়। কীভাবে এই নামজাদা ফিল্মি অ্যাওয়ার্ড কিনে নেন বলিউডের তথাকথিত তারকারা, তা নিয়েও নাকি বলিউডের অন্দরে খুব হাসাহাসি চলে। শুধু তাই নয়, সেই তালিকায় নাকি আছে বলিউড কিং শাহরুখ খানের নামও!

শাহরুখ খানের নাম তুলে শামার বলেন, ‘এই বিষয়ে শাহরুখ তো বলেছিলেন যে তিনি টাকা দিয়ে একাধিক ফিল্মি অ্যাওয়ার্ড কিনেছেন! শুধু সৎ থাকলেই হয় না এটা বলার জন্য দম চাই।’

শামা আরও বলেন, ‘আগে কোনও অভিনেতা-অভিনেত্রী যদি কোনও ফিল্মি অ্যাওয়ার্ড পেতেন তাহলে তা নিয়ে রীতিমতো চর্চা হত। প্রশংসিত হত তার কাজ। আর এখন? সবই নাকি টাকার খেলা। এই ফিল্মি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানগুলি স্রেফ মুনাফা উসুলের জায়গা।’

প্রসঙ্গত, শাহরুখ খান একবার জানিয়েছিলেন ‘বাজিগর’ ছবিতে অভিনয়ের সৌজন্যে যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছিলেন, তা টাকা দিয়ে কিনেছিলেন! যদিও শাহরুখ একথা বলেছিলেন,মজা করে। 

বাস্তবে কোনো অ্যাওয়ার্ড তিনি টাকা দিয়ে কিনেছিলেন কী না, এমন অভিযোগ অনেকবার উঠে আসলেও এখন পর্যন্ত কোনোটিই প্রমাণ হয়নি। 

উল্লেখ্য, শাহরুখ এখনও পর্যন্ত প্রায় ৩০০ ফিল্মি অ্যাওয়ার্ড-এ সম্মানিত হয়েছেন। এই তারকা-অভিনেতা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন তার ৯ তলা অফিসের প্রতিটি তলায় তার পাওয়া কিছু না কিছু পুরস্কার সাজানো রয়েছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম চার্টার্ড নয়, বাণিজ্যিক ফ্লাইটে নিউ ইয়র্ক যাবেন ড. ইউনূস শিরোনাম মামলার জাল থেকে বের হচ্ছেন খালেদা জিয়া শিরোনাম ক্যাচ মিসের হতাশা নিয়ে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ শিরোনাম বাদশাহকে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রীর শিরোনাম পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট বন্ধ করা হয়নি : উপদেষ্টা নাহিদ শিরোনাম এখনো ধরা-ছোঁয়ার বাইরে ১৮৭ পুলিশ কর্মকর্তা, তালিকায় শীর্ষে হারুন