ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

বাঁধনে মুগ্ধ পিনাকী, প্রশংসায় ভরালেন নেটিজেনরা

Publish : 07:18 AM, 19 September 2024.
বাঁধনে মুগ্ধ পিনাকী, প্রশংসায় ভরালেন নেটিজেনরা

বাঁধনে মুগ্ধ পিনাকী, প্রশংসায় ভরালেন নেটিজেনরা

বিনোদন ডেস্ক :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে কজন তারকা ব্যক্তিত্ব শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে শুরু থেকেই রাজপথে ছিলেন, তাদের মধ্যে অভিনেত্রী আজমেরি হক বাঁধন অন্যতম। এই আন্দোলনে একপক্ষ নেমেছিলেন রাস্তায়, আরেক পক্ষ কথা বলেছেন বিগত স্বৈরাচারী সরকারের পক্ষ নিয়ে। তবে রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন বাঁধন। রুখে দাঁড়িয়েছিলেন আওয়ামী স্বৈরাচারতন্ত্রের বিরুদ্ধে। 

কিন্তু একটা সময় এই আওয়ামী পক্ষেরই ছিলেন বাঁধন।একপর্যায়ে হাসিনা সরকারের অনাচার, দুঃশাসনে মোড় নেয় বাঁধনের পক্ষপাত। জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া ছাত্রদের উপর অত্যাচার এবং নির্বিচারে গুলি করে হত্যার পর থেকে বাঁধনের এমন সিদ্ধান্ত, অভিনেত্রীর সাহসের তারিফ করতেও ভোলেননি নেটিজেনরা।

এদিকে ছাত্র আন্দোলন ঘিরে দেশের বাইরে থেকে এক অনবদ্য ভূমিকা পালন করেছিলেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের কিছু মন্তব্য প্রকাশ করলেন অভিনেত্রী বাঁধনকে নিয়ে। হাসিনা সরকারের বিরুদ্ধে বাঁধন সাহসী অবদান রাখায় একরকম কৃতজ্ঞতাও জানালেন এই অ্যাক্টিভিস্ট।

বুধবার এক ফেসবুক পোস্টে পিনাকী উল্লেখ করেন, ‘আজমেরি হক বাঁধনের ওপরে আওয়ামী মহল মহা বিলা। তাকে নিয়ে যা খুশি তাই বলছে। কারণ বাঁধন পক্ষ ত্যাগ করেছে। বাঁধন নৌকার লোক বলে বিজ্ঞাপন করেছিল। আমি আমার ভিডিওতে সেটা দেখিয়ে তাকে গালমন্দও করেছিলাম। বলেছিলাম ইন্ডিয়াতে গিয়ে সিনেমা কর, বাংলাদেশে ঠাঁই হবে না।’

পিনাকী লেখেন, ‘আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল বলেই হাসিনাকে পালাতে হয়েছে। এই জন্যই ডাবল বিলা বাঁধনের ওপরে। ব্যাপার না, ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফ্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে।’

এই অ্যাক্টিভিস্ট লেখেন, ‘জুলাই-আগষ্ট বিপ্লবের ইতিহাসের এক মাহেন্দ্রক্ষণে বাঁধন রাস্তায় এসে দাঁড়িয়েছিল। গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল। ওই মুহূর্তেই বাঁধন মহৎ হয়ে ওঠে। বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল। বিপ্লব সফল না হলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হত। তবুও দ্বিধা করেনি জনতার পক্ষে দাঁড়াতে।’

বাঁধনের উদ্দেশে পিনাকী লেখেন, ‘ওরা যা খুশি বলুক। ভয় পেয়ো না, মন খারাপ করিও না। ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না।’

পিনাকীর এই পোস্টটির নজর এড়ায়নি বাঁধনের। সেই পোস্টের মন্তব্য ঘরে পিনাকীকে ধন্যবাদও জানান বাঁধন, সঙ্গে পোস্টটি নিজের টাইমলাইনেও শেয়ার করেন।  

পাশাপাশি একই পোস্টের উভয়ের মন্তব্য ঘরেই নেটিজেনরা অভিনেত্রীর এই অবস্থানের ভূয়সী প্রশংসা করেন।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম যুবককে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতাসহ ঢাবির ৩ শিক্ষার্থী আটক শিরোনাম ঢাবি এবং জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা শিরোনাম শুক্রবার খুলছে কাজীপাড়া স্টেশন, মেরামতে খরচ ২০ লাখ শিরোনাম বন্যায় ডুবছে পশ্চিমবঙ্গ, কেন্দ্রীয় সরকারের দিকে আঙ্গুল মমতার শিরোনাম নিরাপত্তার জন্য সাংবাদিকদের হুমকি মনে করছে ইসি শিরোনাম বাঁধনে মুগ্ধ পিনাকী, প্রশংসায় ভরালেন নেটিজেনরা