ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

শিয়াল আতঙ্কে মুন্সীগঞ্জবাসী

Publish : 06:32 AM, 20 September 2024.
শিয়াল আতঙ্কে মুন্সীগঞ্জবাসী

শিয়াল আতঙ্কে মুন্সীগঞ্জবাসী

নিজস্ব প্রতিবেদক :

শিয়াল আতঙ্কে দিন পার করছে মুন্সীগঞ্জবাসী। জেলার সদরে শিয়ালের কামড়ে তিন নারীসহ ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মধ্য মহাকালী ও নাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, একটি পাগলা শিয়াল আকস্মিক লোকালয়ে প্রবেশ করে যাকে  পেয়েছে তাকেই কামড়ায়। গ্রামবাসী শিয়ালটি মারার জন্য ধাওয়া করেও পায়নি, আবার জঙ্গলে ফিরে যায়  শিয়ালটি। তাই আবার কখন হানা দেয় সেই শঙ্কায় গ্রামবাসী এখন আতঙ্কিত।

আহত মধ্য মহাকালী গ্রামের কৃষক আনোয়ার হোসেন জানান, স্থানীয় একটি মুদি দোকানের সামনে তারা কয়েকজন ছিলেন। সকলকেই কামড়েছে শিয়ালটি। তবে ভেতরে থাকায় দোকানী রক্ষা পান। একটি শিয়ালই প্রথমে মধ্য মহাকালী এবং পরে লাগঘেষা নাহাপাড়া গ্রামের কয়েকজনকে কামড়ে পালিয়ে যায়। 

মুন্সীগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রান্ত সরকার জানান, আহতদের চিকিৎসার পর ভ্যাকসিন প্রয়োগ করা হয়। 

আহতরা হলেন, সাদিয়া আক্তার সাইমা (২০), আরবি আক্তার (১৮),  নাজমা সুলতানা (৪৫) , আনোয়ার হোসেন (৫০), আমিনুল হক (৭০), মোঃ সুমন শেখ, (২৭), মো.  জান শরিফ মৃধা (৫০), সিমথী মুনি (১৫), রুপকোনা (৮০), দীপ মন্ডল ( ২৩) ও মো. দেলোয়ার হোসেন (৪৬)।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১৪ শিরোনাম গণঅভ্যুত্থানের বীরগাথা জাতিসংঘে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা শিরোনাম জুমার নামাজের সময় বায়তুল মোকাররমে হাতাহাতি, ভাঙচুর শিরোনাম জাতিসংঘের ৭৯তম অধিবেশনের মূল পর্ব শুরু মঙ্গলবার শিরোনাম শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে, আলোচিত প্রার্থী কারা শিরোনাম খাগড়াছড়ি রাঙামাটিতে ১৪৪ ধারা : সংঘাতে অশান্ত পাহাড়, নিহত ৪