ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
Banglar Alo

‘আমারে নিয়ে মিথ্যা না লিখলে, চলে না তোমাদের পত্রিকা’

Publish : 11:57 PM, 15 September 2024.
‘আমারে নিয়ে মিথ্যা না লিখলে, চলে না তোমাদের পত্রিকা’

‘আমারে নিয়ে মিথ্যা না লিখলে, চলে না তোমাদের পত্রিকা’

বিনোদন ডেস্ক :

‘আলো আসবেই’ গ্রুপ কাণ্ডে নাম জড়ানোর পরে বিতর্কের মুখে পড়েছেন অভিনেত্রী সোহানা সাবা। তাকে নিয়ে একের পর এক তথ্য উঠে আসছে সংবাদমাধ্যমে। শুরু থেকেই বিষয়গুলো নিয়ে এই অভিনেত্রী নিশ্চুপ থাকলেও সম্প্রতি মুখ খুলতে শুরু করেছেন। 

কয়েকদিন আগেই একটি গণমাধ্যমে ‘সোহানা সাবার দেহব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস’ শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়। যে ঘটনায় ক্ষুব্ধ হন এই তারকা। 

ইন্সটাগ্রাম এক পোস্ট দিয়ে নিউজটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে দাবি করেন সোহানা সাবা।

যেখানে তিনি লেখেন, ‘দেশের একটি গণমাধ্যমের অনলাইন আমার বিরুদ্ধে আজ (৬ সেপ্টেম্বর) একটি (ইউটিউব এবং অনলাইন নিউজ) নিউজ করেছে যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে, যাতে আমার সুনাম নষ্ট হয়। গত ২০ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং সচেতনভাবে আমি আমার কাজের বাইরে কোনো বিতর্ক বা আলোচনায় থাকতে চাই না। এ বছরের শুরুতে একটি প্রতারণামূলক দল আমার নামে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছিল। আমি তখনই একটি জিডি করি, যেন ভবিষ্যতে এ ধরনের কাজ কেউ আর করার সাহস না পায়। সেখান থেকে এক অপরিচিত সাংবাদিক এই ঘটনা সম্পর্কে জানতে পারে এবং আমাকে ফোন করে কথা বলে। এখন দেখছি, সে আমার বিনা অনুমতিতে সেই কথোপকথনটি রেকর্ড করেছে, যা সম্পূর্ণ আইনের বাইরে।’

এরপর অভিনেত্রী বলেন, ‘একজন নারী হিসেবে আমি সে সময়ে আমার সম্মান বাঁচাতে যে কাজটি করেছি, সেটি এই অসময়ে এসে আমার বিরুদ্ধেই বানোয়াট নিউজ করে আমার রেপুটেশন নষ্ট করার চেষ্টা করেছে একটি বিকৃত হেডলাইনের মাধ্যমে। আমি তাদেরকে শক্তভাবে বলতে চাই, আগামী দুই ঘণ্টার মধ্যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রত্যেকটি নিউজ ডিলিট করবেন। না হলে আমি এই প্রমাণ নিয়ে আইনানুগ সিদ্ধান্ত নিতে বাধ্য হব।’

সেই ঘটনার পরে এক স্ট্যাটাসে পরোক্ষভাবে ‘আলো আসবেই’ গ্রুপ প্রসঙ্গেও কথা বলতে দেখা যায় সাবাকে। সামাজিক মাধ্যমে এক পোস্টে চার লাইনের কবিতায় তিনি লেখেন, ‘ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ..সমুদয় পালটানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’

রোববার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের উদ্দেশে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে নিজের একটি ছবি প্রকাশ করে সোহানা সাবা লিখেছেন, ‘আমারে নিয়ে মিথ্যা না লিখলে চলে না তোমাদের পত্রিকা। এই যে নাও দিলাম নতুন ছবি, এবার জানাও মোরে কৃতজ্ঞতা।’

সোহানার ওই পোস্টে নেটিজেনদের অধিকাংশই হাসির প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে কেউ কোনো মন্তব্য করতে পারেননি। কারণ পোস্টটি লেখার পরই মন্তব্য ঘর বন্ধ রাখেন অভিনেত্রী।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে আওয়ামীপন্থি শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন। সেই গ্রুপে সোহানা সাবাও যুক্ত ছিলেন। গ্রুপে বিভিন্ন সময় তাকে কথা বলতেও দেখা গেছে। 

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন এমডি মুহাম্মদ আব্দুল্লাহ শিরোনাম এস আলম গ্রুপের সম্পত্তি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে রিট শিরোনাম বাংলাদেশিসহ ২৪ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া শিরোনাম অ্যাপল সিডার ভিনেগার কি হজমের জন্য ভালো? শিরোনাম অনলাইন গণমাধ্যম ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিরোনাম ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু