ঢাকা, ১৪ অক্টোবর, ২০২৪
Banglar Alo

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে ২৩৩ জনের মৃত্যু

Publish : 09:54 AM, 14 September 2024.
ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে ২৩৩ জনের মৃত্যু

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে ২৩৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক :

ভিয়েতনামে টাইফুন ইয়াগির আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ২৩৩ জন মারা গেছে। আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি। এছাড়া নিখোঁজ রয়েছেন ১০৩ জন।

রাজধানী হ্যানয়ে রেড নদীতে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে রাজধানীর পাশের অনেক এলাকা এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। খবর এবিসি নিউজের

টাইফুন ইয়াগি গত শনিবার ভিয়েতনামে আঘাত হানে। এর ফলে এক সপ্তাহ ধরে দেশটিতে ভারী বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির কারণে ভিয়েতনামের পার্বত্য উত্তরাঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

দেশটির লাও কাই প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার আকস্মিক বন্যায় প্রদেশটির লাং নু গ্রাম পুরো তলিয়ে গেছে।

শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস সংবাদপত্র জানায়, লাং নু থেকে ৪৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে আরও ৩৯ জন নিখোঁজ রয়েছেন। গ্রামটিতে সড়ক যোগাযোগের ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ চালাতে ভারী সরঞ্জাম আনা অসম্ভব হয়ে পড়েছে।

প্রায় ৫০০ উদ্ধারকর্মী শনাক্তকারী কুকুর (স্নিফার ডগ) দিয়ে গ্রামটিতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনকালে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন বলেন, নিখোঁজদের সন্ধানে তারা পিছপা হবেন না।

টাইফুন ইয়াগিতে ক্ষতিগ্রস্তদের জন্য অস্ট্রেলিয়া ২০ লাখ ডলার সহায়তার অংশ হিসেবে মানবিক ত্রাণ সরবরাহ শুরু করেছে। দক্ষিণ কোরিয়াও ২০ লাখ ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ইউএসএআইডির মাধ্যমে ১০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ভিয়েতনামে গত কয়েক দশকে যেসব টাইফুন আঘাত হেনেছে, সেগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী ইয়াগি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উষ্ণতা বাড়তে থাকায় টাইফুন ইয়াগির মতো ঝড় আরও শক্তিশালী হচ্ছে। এসব টাইফুনের প্রভাবে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত হচ্ছে।

Banglar Alo

সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড

৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০

নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]

©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ শিরোনাম শমী কায়সারের বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা শিরোনাম মমতাজের ব্যাংক হিসাব জব্দ শিরোনাম তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি শিরোনাম অর্থনীতিতে নোবেল পেলেন তিন মার্কিন অর্থনীতিবিদ শিরোনাম সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় অভিনেত্রী শায়না আমিন