স্লোগানে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার
শ্রাবণের বৃষ্টি অপেক্ষা করে দুপুরের পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাঁদের সঙ্গে এসেছেন তাদের অভিভাবকেরা। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থান থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষেরা আন্দোলনে একাত্মতা পোষণ করে জড়ো হচ্ছেন শহীদ মিনারে।
কোটা সংস্কারের দাবি ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন সরকার পতনের স্লোগানে উত্তাল।
মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন স্থান থেকে স্লোগান দিতে দিতে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ৪ টার সময় হাজারো শিক্ষার্থী জড়ো হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের স্লোগানে প্রকম্পিত পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বৃষ্টি শুরু হলেও ছাতা মাথায় দিয়ে অবস্থানে অটল থাকেন আন্দোলনকারীরা।
শহীদ মিনার এলাকায় শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে,’ ‘জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস,’ ‘দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত,’ ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে,’ ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো,’ ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর,’ এসব স্লোগান দিচ্ছেন।
ছাত্র ও অভিভাবকদের পাশাপাশি শিক্ষার্থীদের এ আন্দোলনে সমর্থন জানিয়ে অংশ নেন ‘৭১’র রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের’ ব্যানারে মুক্তিযোদ্ধারা। এ সময় ‘আমার ভাই মরলো কেন, জবাব চাই’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে..., ‘রক্তের দাগ দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক....’ ইত্যাদি স্লোগান ভেসে আসছিল প্রতিবাদ সমাবেশ থেকে।
সরেজমিন দেখা যায়, আইডিয়াল কলেজ, কবি নজরুল কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে শহীদ মিনারের সামনে আসছেন। এ ছাড়া অসংখ্য রিকশাচালককে শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে স্লোগান দিতে দেখা যায়।
সময় বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের জমায়েত বাড়ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের চোখে পড়েনি।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com