রাজধানীতে শ্রম ভবনে আগুন
রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের ৮ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ জানান, আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শ্রম ভবনে অগ্নিকাণ্ডের সংবাদের পরিপ্রেক্ষিতে সেখানে দুইটি ইউনিট পাঠানো হয়। পরে রাত ৮টা ১৪ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
তিনি আরও বলেন, আগুনের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এ ছাড়া, কোনো হতাহতের সংবাদ নেই।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com