ইলেকট্রনিকস প্রদর্শনীতে নতুন ডিভাইস
কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে কনজ্যুমার ইলেকট্রনিকস প্রদর্শনী (সিইএস) হয়েছে। চলতি আসরে এবার আসুস রিপাবলিক অব গেমারস (আরওজি) ঘরানার ল্যাপটপ উন্মোচন করেছে।
প্রদর্শনীতে ব্র্যান্ডের কোপাইলট প্লাস পিসি লাইনআপের ল্যাপটপ আলোচিত হয়। গেমিং জগতে আরওজি ল্যাপটপ ও প্রফেশনাল কাজে ভিভোবুক ও জেনবুকের পারফরম্যান্স বিশেষভাবে আলোচনায় আসে। মানোন্নত প্রযুক্তির ব্যবহার ও স্থায়িত্বের দিক থেকে ব্র্যান্ডটির সবকটি নতুন ল্যাপটপে যুক্ত হয়েছে নতুন মাত্রা।
ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ সিরিজের মধ্যে আরওজি স্ট্রিক্স স্কার-১৬, স্ট্রিক্স স্কার-১৮, স্ট্রিক্স জি-১৬ ও স্ট্রিক্স জি-১৮ অন্যতম। আরওজি সংস্করণের ফ্লো জি-১৩, আরওজি জেফাইরাস জি-১৪ এবং জেফাইরাস জি-১৬ মডেল প্রদর্শনীতে দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করে। অন্যদিকে, পিসি ক্যাটেগরিতে ভিভোবুক ১৪/১৬, ভিভোবুক এস১৪/এস১৬, জেনবুক এ১৪ ও জেনবুক ডুও ছিল বিশেষ আলোচনায়।
সিরিজ ল্যাপটপ
ব্র্যান্ডের আরওজি সিরিজ ল্যাপটপে গেমারদের জন্য থাকছে সর্বশেষ প্রযুক্তি ও ব্যতিক্রম ডিজাইন। নতুন আরওজি স্ট্রিক্স, জেফাইরাস ও ফ্লো সিরিজের ল্যাপটপে যুক্ত হয়েছে ইনটেল কোর আলট্রা প্রসেসর, এএমডি রাইজেন প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ।
শুধু গেম নয়, সৃজনশীল কাজের জন্য পাতলা ও হালকা গড়নের ল্যাপটপের চাহিদা পূরণের ডিভাইস হতে পারে জেফাইরাস জি-১৪ ও জি-১৬। জেফাইরাস জি-১৪ ল্যাপটপের বৈশিষ্ট্য এএমডি রাইজেন এআই ৯ এইচএক্স ৩৭০ প্রসেসর। জেফাইরাস জি-১৬ ল্যাপটপে রয়েছে ইনটেল কোর আলট্রা ৯-এর ২৮৫ এইচ প্রসেসর ও এনভিডিয়া আরটিএক্স ৫০৯০ জিপিইউ।
সবচেয়ে হালকা
ব্র্যান্ডের জেনবুক এ-১৪ মডেলটি ওজনে এক কিলোগ্রামের চেয়েও কম, যা বর্তমানে বিশ্বের সবচেয়ে হালকা পিসি। ডিভাইসের ব্যাটারি লাইফ টানা ৩২ ঘণ্টা। অন্যদিকে জেনবুক ডুও মডেলে থাকছে ইনটেল কোর আলট্রা ৯ প্রসেসর। ওজনে যেমন হালকা, তেমনি মাল্টিটাস্কিং প্রয়োজনের শর্ত পূরণ করবে বলে নির্মাতারা জানান।
সম্পাদক ও প্রকাশক
বাংলার আলো মিডিয়া লিমিটেড
৮৯ বিজয় নগর, শহীদ সৈয়দ নজরুল ইসলাম শরণি, আজিজ কো-অপারেটিভ মার্কেট (৫ম তলা)। ঢাকা-১০০০
নিউজঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪১ || [email protected] || বিজ্ঞাপণঃ +৮৮ ০১৩৩২৫২৮২৪৩ || [email protected]
©২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত || banglaralo24.com